আখতার হোসেন। ফাইল ছবি
জাতীয় ঐকমত্য কমিশন 'জুলাই সনদ' বাস্তবায়নের একটি আদেশ প্রস্তুত করছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন শনিবার এ তথ্য জানিয়েছেন। এনসিপি এই উদ্যোগকে অগ্রগতি হিসেবে দেখছে।
তবে আদেশের মূল বক্তব্য কী, সে বিষয়ে ঐকমত্য কমিশন কিছু জানায়নি। এ কারণে এনসিপি এখনই পরিপূর্ণভাবে আশাবাদী হতে পারছে না বলেও মন্তব্য করেন আখতার হোসেন।
আজ শনিবার দুপুরে জাতীয় সংসদের পার্লামেন্ট এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক শেষে সদস্যসচিব আখতার হোসেন সাংবাদিকদের ব্রিফিং করেন। সকাল সোয়া ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এই বৈঠক চলে।
ব্রিফিংয়ে আখতার হোসেন বলেন, "আমরা প্রত্যাশা করি, কমিশন যে খসড়া প্রস্তুত করছে, তা আমাদের সঙ্গে শেয়ার করা হবে। এতে পরিপূর্ণভাবে নিশ্চিত হয়ে জুলাই সনদ স্বাক্ষরের দিকে অগ্রসর হওয়া যাবে।"
এনসিপি দাবি জানায়, কমিশনের তৈরি করা জুলাই সনদের খসড়া যেন কোনোভাবেই কোনো একক দলের পক্ষপাতিত্বমূলক না হয়। এটি যেন জাতির সবার সম্পদ হতে পারে, তা নিশ্চিত করতে চান তাঁরা।
আখতার হোসেনের বিশ্বাস, জুলাই সনদের যতটুকুতে এনসিপি একমত হতে পেরেছে, সেটাও গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে বড় ধরনের অগ্রগতি সাধন করবে। সনদের অর্জনকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাইলে পথরেখা জাতির কাছে পরিষ্কার করতে হবে বলেও দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির আলোচনা চলমান থাকবে। সে হিসেবেই কমিশন ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে আজ একটি অনানুষ্ঠানিক দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন নিয়ে এনসিপির এই নেতা মন্তব্য করেন, একটি দল জুলাই সনদ মুছে দেওয়ার সুযোগ খুঁজছে এবং আরেকটি দল এর বাস্তবায়নকে ভেস্তে দেওয়ার সুযোগ খুঁজছে। এই অবস্থায় এনসিপি মনে করে, জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নই কেবল এই সংকট থেকে উত্তরণ ঘটাতে পারে।
বৈঠকে অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জাতীয় ঐকমত্য) মনির হায়দার প্রমুখ।
এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।
বিষয় : সনদ জুলাই ঐকমত্য কমিশন জাতীয় নাগরিক পার্টি
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
