× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর আলামত স্পষ্ট: হাসনাত আবদুল্লাহ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৪ অক্টোবর ২০২৫, ২৩:১৩ পিএম । আপডেটঃ ২৪ অক্টোবর ২০২৫, ২৩:১৪ পিএম

আজ শুক্রবার রাজধানীর শাহবাগে এনসিপি আয়োজিত সভায় বক্তব্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনেও পূর্ববর্তী আওয়ামী লীগ আমলের মতো কারচুপির ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তিনি মনে করছেন, এই প্রক্রিয়া একটি 'ইলেকশন ইঞ্জিনিয়ারিং'-এর দিকে দেশকে ঠেলে দিচ্ছে।

আজ শুক্রবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির এক সভায় তিনি এ মন্তব্য করেন। এনসিপির ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) এবং ঢাকা জেলা শাখা নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

জুলাই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে। এই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণেরা রাজনৈতিক দল এনসিপি গঠন করে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দিকে আবার আমরা যাচ্ছি। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের যে বিতর্কিত নির্বাচন হয়েছে, আমরা চাই না তার পুনরাবৃত্তি ঘটুক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেভাবে নির্বাচন প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়ায় আরেকটি প্রি-ইঞ্জিনিয়ার্ড নির্বাচন জাতি উপহার পাবে।’

নির্বাচনে প্রভাব খাটাতে বিভিন্ন রাজনৈতিক দলের চেষ্টার অভিযোগ তুলে তিনি বলেন, ‘এখন সচিবালয়ে বসে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ডিসি ভাগাভাগি চলছে। যেমন: চট্টগ্রামের ডিসি আমি নেব, উত্তরবঙ্গের দুটো ডিসি আমাকে ছাড়তে হবে; রংপুরের ডিসি যদি ছাড়ি, তাহলে আমাকে আরেক জায়গার ডিসি ছেড়ে দিতে হবে।’

দলের নাম উল্লেখ না করে এনসিপি নেতা আরও অভিযোগ করেন, ‘একটি রাজনৈতিক দল তার নিয়ন্ত্রিত ব্যাংক ও ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারীদের পোলিং এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, একটি রাজনৈতিক দল স্কুল কমিটিগুলো দখল করেছে, শিক্ষকদের জিম্মি করেছে। আগামী নির্বাচনে কেন্দ্র দখল করার জন্য তাঁদের এখনই সশস্ত্র কায়দায় ট্রেনিং দেওয়া হচ্ছে।’

নির্বাচন কমিশনের (ইসি) সমালোচনা করে হাসনাত বলেন, ‘এই কমিশন একটা স্পাইনলেস (মেরুদণ্ডহীন) কমিশন। নির্বাচন কমিশনকে গনিমতের মাল হিসেবে রাজনৈতিক দলগুলো ভাগাভাগি করে নিয়েছে। রাজনৈতিক দলগুলো উপদেষ্টার কাছে গিয়ে বলে যে এই উপদেষ্টা থাকতে পারবেন না, ওই উপদেষ্টা থাকতে পারবেন।’ তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান এই দুটি দল নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে।

অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনি যদি শুধু দর্শকের ভূমিকা পালন করেন...আমরা এখানে আপনাকে এনেছি ন্যায্যতা নিশ্চিত করার জন্য। কিন্তু আপনি রাজনৈতিক দলগুলোর কাছে নতজানু হয়ে তাদের ডিসি ভাগাভাগিতে সহায়তা করছেন।’

তিনি আরও বলেন, একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য এনসিপি সহায়তা করতে প্রস্তুত। তবে সেখানে রাজনৈতিক দলগুলোর ক্ষমতা ভাগাভাগি, প্রশাসন ভাগাভাগি বন্ধ করতে হবে।

এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ সেনানিবাসে থাকা ‘এক ব্যক্তি’র বিরুদ্ধেও নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টার অভিযোগ করেন। তিনি বলেন, ‘তিনি ক্যান্টনমেন্টে বসে বসে ষড়যন্ত্র করছেন, কাকে নির্বাচনে জেতাবেন আর কাকে নির্বাচনে হারাবেন।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদের দেশপ্রেমী সেনাবাহিনীর কলঙ্কমুক্ত হওয়ার সুযোগ এসেছে। আবার যদি ক্যান্টনমেন্টে বসে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়, আমাদের আপনারা দাবায় রাখতে পারবেন না। আমাদের ওপর ট্যাংক চালালেও আমরা রাস্তা থেকে সরব না।’

দলের নেতা-কর্মীদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘পুলিশের গাড়ি সামনে রেখে একটা রাজনৈতিক কর্মসূচি...আপনাদের রাজনীতি এখনো শুরু হয়নি। যেদিন পুলিশের গাড়ি পেছনে থাকবে, সেদিন আপনাদের মূলত রাজনীতি শুরু হবে।’

তিনি আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনি যদি মনে করেন প্রশাসন সহায়তা করলে আপনার রাজনীতি এগোবে, তাহলে আপনি ভুল রাজনীতি করছেন। অনেকেই ভাবছেন, দল ক্ষমতায় গেলে আমরা ক্ষমতার অংশ হিসেবে...তাহলে আপনারা ভুল পথে আছেন। যাঁদের এই চিন্তা রয়েছে, আপনারা এখনই এনসিপি ত্যাগ করে অন্য রাজনৈতিক দলে চলে যেতে পারেন।’

এনসিপিকে দুর্বল না ভাবতে অন্য দলগুলোকে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এনসিপিকে সংখ্যা দিয়ে মাপতে যাবেন না। ন্যায্যতার পক্ষে একজন মানুষ থাকলে সে যখন ঘুরে দাঁড়ায়, তখন সারা বাংলাদেশ তাকে সমর্থন দেয়।’

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.