দীর্ঘ আলোচনা ও বিতর্কের পর অবশেষে চূড়ান্ত হলো 'জুলাই জাতীয় সনদ-২০২৫'। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সহ চারটি বামপন্থী দলের আপত্তির মুখে এই সনদে আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। এর ফলে সংবিধান থেকে 'স্বাধীনতার ঘোষণাপত্র' বাদ পড়ার আশঙ্কা আর থাকছে না।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে জুলাই জাতীয় সনদ ২০২৫-এ স্বাক্ষর করেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, কমিশনের অন্যান্য সদস্য এবং মোট ২৪টি রাজনৈতিক দলের নেতারা। সংস্কারের লক্ষ্যে দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে প্রণীত এই জুলাই জাতীয় সনদ হুবহু নিচে তুলে ধরা হলো—

-68f27864b060c.jpg)
-68f278d907e90.jpg)
-68f2791c45d1d.jpg)
গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্যে ঐতিহাসিক 'জুলাই সনদ ২০২৫'-এ স্বাক্ষরের পর নেতারা। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
-68f27a0a12a5a.jpg)
-68f27a44d0f15.jpg)
-68f27a8e25ac7.jpg)
-68f27ae4384b1.jpg)
-68f27b202714a.jpg)
-68f27b6c31779.jpg)
-68f27bb76ca1e.jpg)
-68f27c223dc5b.jpg)
-68f27c69efdc9.jpg)
-68f27cbb2e354.jpg)
-68f27cf3037aa.jpg)
-68f27d4a4c21f.jpg)
ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত তিন বাহিনীর প্রধানেরা। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
-68f2818285972.jpg)
-68f281e8872db.jpg)
-68f2824be1391.jpg)
-68f282cb786d9.jpg)
-68f2831c4179c.jpg)
-68f2835ec7970.jpg)
-68f283a60f35f.jpg)
-68f284012ab1d.jpg)
-68f2845b460f3.jpg)
-68f284a63f401.jpg)
-68f284e472d88.jpg)
-68f2852b80361.jpg)
-68f2856c93a58.jpg)
-68f285b989a8b.jpg)
-68f285fa6f288.jpg)
-68f286817d651.jpg)
-68f286c34b591.jpg)
-68f2871e4fa2d.jpg)
-68f2876c9483b.jpg)
-68f287b31db66.jpg)
-68f287eb89480.jpg)
-68f28832e2360.jpg)
-68f28871c5f14.jpg)
-68f288d0815f2.jpg)
-68f2891bdf344.jpg)
-68f28970daf0e.jpg)
-68f289b799998.jpg)