× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'জুলাই সনদ' স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিচ্ছে না এনসিপি, গভীর রাতে ফেসবুকে ঘোষণা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৭ অক্টোবর ২০২৫, ০২:৫৫ এএম । আপডেটঃ ১৭ অক্টোবর ২০২৫, ০৩:০৮ এএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

অন্তর্বর্তী সরকার আয়োজিত ‘জুলাই সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অনুষ্ঠান শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দলটি তাদের এই সিদ্ধান্তের কথা জানায়।

আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনে প্রথম সারিতে থাকা ছাত্র-তরুণদের নেতৃত্বে গঠিত এই দলটি তাদের অফিশিয়াল ফেসবুক মিডিয়া গ্রুপে ঘোষণাটি প্রকাশ করে।

বৃহস্পতিবার রাত ২টা ৪ মিনিটে এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এক বার্তায় লেখেন, ‘জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করবে না।’

ঘোষণায় স্বাক্ষর অনুষ্ঠানে যোগ না দেওয়ার কারণ ব্যাখ্যা করে এনসিপি জানিয়েছে, তারা মনে করে এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভিত্তি অর্জিত হবে না; এটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে।

বার্তায় বলা হয়, “এনসিপি বহুবার স্পষ্টভাবে আইনি ভিত্তির প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। আইনি ভিত্তি নিশ্চিত হওয়ার পূর্বে এ ধরনের আনুষ্ঠানিকতা ‘জুলাই ঘোষণাপত্র’-এর মতো আরেকটি একপক্ষীয় দলিলে পরিণত হবে।”

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধির কথা উল্লেখ করে এনসিপি আরও জানায়, তারা কমিশনের পরবর্তী প্রক্রিয়ায় অংশগ্রহণ করে নিজেদের অবস্থান তুলে ধরবে। দাবি পূরণ হলে পরবর্তীতে এনসিপি স্বাক্ষর প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে।

উল্লেখ্য, আজ (শুক্রবার) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই ‘জুলাই সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর আগে থেকেই বিভিন্ন মহলে সনদের আইনি ভিত্তি নিয়ে নানা প্রশ্ন উঠছিল।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.