× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গণতন্ত্র ও নির্বাচিত পার্লামেন্ট চাই: মির্জা ফখরুল

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১২ অক্টোবর ২০২৫, ০০:৫৯ এএম । আপডেটঃ ১২ অক্টোবর ২০২৫, ০১:০০ এএম

গাজীপুরের কাপাসিয়ায় আ স ম হান্নান শাহর স্মরণসভায় বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান পরিস্থিতিতে তাঁদের একমাত্র ও প্রধান লক্ষ্য হলো গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি নির্বাচিত পার্লামেন্ট প্রতিষ্ঠা করা। তিনি জোর দিয়ে বলেন, এই লক্ষ্য পূরণে প্রয়োজন একটি শতভাগ নিরপেক্ষ নির্বাচন।

আজ শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ স্মৃতি সংসদের আয়োজনে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন।

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার আইনশৃঙ্খলা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। আমরা সবাই মিলে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছি, যারা সেই পরিস্থিতি ঠিক করার চেষ্টা করছে।”

সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “খুব পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে, আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন। আপনার উপদেষ্টামণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোনো কোনো দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে অভিযোগ আসছে। বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায়, নিরপেক্ষ নির্বাচন চায়।”

সংস্কার বিষয়ে বিএনপির মহাসচিব জানান, “বাংলাদেশের মানুষের ইচ্ছা অনুযায়ী সরকার কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে। সংস্কার কমিশন কিছু প্রস্তাব দিয়েছে, যা নিয়ে আলোচনা হয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, তারেক রহমান বিভিন্ন রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে বিএনপির পক্ষ থেকে যে ৩১ দফা কর্মসূচি দিয়েছেন, তার সব কটিই সরকারের পক্ষ থেকে আসা সংস্কারের কথায় প্রতিফলিত হয়েছে। তিনি বলেন, “আমরা সব কটির সঙ্গে একমত হয়েছি।”

বিএনপির নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি বলেন, “আর কারও জন্য অপেক্ষা নয়। এখন নির্বাচনের রাস্তায় গাড়ি উঠে গেছে। এই গাড়িকে চালিয়ে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে।”

তিনি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা ধানের শীষে নির্বাচন করতে নেমে পড়ুন। তাদের পরাজিত করেন, যারা বাংলাদেশকে বারবার ভুল পথে পরিচালিত করেছে, বাংলাদেশের সর্বনাশ করেছে। কোনো দিন যেন তারা ক্ষমতায় আসতে না পারে, সে জন্য আপনারা ব্যবস্থা গ্রহণ করেন।”

প্রয়াত নেতা আ স ম হান্নান শাহের প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল বলেন, হান্নান শাহ ছিলেন একজন অকৃত্রিম রাজনৈতিক নেতা ও জনগণের প্রতিনিধি। কঠিন সময়েও তিনি সাহসিকতার সঙ্গে দলকে এগিয়ে নিয়েছেন।

অনুষ্ঠানের শুরুতে ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়। স্মরণসভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক, বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ছাইয়েদুল আলম, প্রয়াত হান্নান শাহর ছেলে শাহ রিয়াজুল হান্নান প্রমুখ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.