× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'ধানের শীষ নিয়ে টানাটানি কেন'—প্রশ্ন ফখরুলের

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১০ অক্টোবর ২০২৫, ১৯:২১ পিএম । আপডেটঃ ১০ অক্টোবর ২০২৫, ১৯:২২ পিএম

শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর আইইবি মিলনায়তনে এক স্মরণ সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে অযথা টানাটানি হচ্ছে কেন—এই প্রশ্ন তুলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তাঁরা (বিএনপি) অন্য কোনো দলের প্রতীকে বাধা দেননি, অথচ ধানের শীষ নিয়ে চক্রান্ত চলছে।

আজ শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে এক স্মরণ সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানের শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শহীদ জেহাদ স্মৃতি সংসদ এই সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, "ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দিইনি। তোমাদেরকে তোমাদের মার্কা দেবে নির্বাচন কমিশন, সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা বলি নাই যে, তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না। তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন?"

তিনি এর কারণ ব্যাখ্যা করে বলেন, "টানাটানি এ জন্য যে, ধানের শীষ অপ্রতিরোধ্য, ধানের শীষকে ঠেকিয়ে রাখা যায় না। গ্রামে-গঞ্জে সবখানে একটাই স্লোগান উঠেছে—বাংলাদেশে ধানের শীষ অপ্রতিরোধ্য। ওই জন্য ওটা রুখতে হবে, ওটা আটকে দিতে হবে। কারণ ধানের শীষ টিকে গেলে ওই যে বাংলাদেশের শত্রুরা আছে, সেই শত্রুরা তাদের সমস্ত চক্রান্ত থেকে পরাজিত হয়ে চলে যেতে বাধ্য হবে।"

বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ ১৫ বছরের সংগ্রাম এবং বুকের রক্ত দিয়ে লড়াই করে তাঁরা গণতন্ত্রের ভিত্তি তৈরি করেছেন।

তিনি আরও যোগ করেন, "কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে, এই কথাটুকু স্পষ্ট করে বলতে পারবেন, জোরে বলবেন, গণতন্ত্র আমরা এনেছি, সংস্কার আমরা এনেছি। এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব আমরাই এবং এর জন্য প্রয়োজন হলে আবারও বুকের রক্ত দিয়ে আমরা গণতন্ত্র রক্ষা করব।"

নির্বাচনকে সামনে রেখে দেশের আমলাতন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমলাতন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটাকে আমরা কোনো মতেই বরদাশত করব না।"

বিএনপি মহাসচিবের দাবি, "নির্বাচনের সময় সম্পূর্ণ নিরপেক্ষ আমলাতন্ত্র থাকতে হবে, সরকার থাকতে হবে। নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে নিরপেক্ষ থাকতে হবে। অন্যথায়, আমরা সেটা মেনে নেব না। এই দেশের মানুষ সেটা মেনে নেবে না।"

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.