× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাড়ে সাত বছর পর স্বামীর কবর জিয়ারত করলেন খালেদা জিয়া

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৯ অক্টোবর ২০২৫, ০০:৪৭ এএম । আপডেটঃ ০৯ অক্টোবর ২০২৫, ০০:৪৮ এএম

বুধবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের সামনে স্বামীর কবর জিয়ারত শেষে গাড়িতে বসেই মোনাজাতে অংশ নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

প্রায় সাড়ে সাত বছর পর স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বুধবার রাত ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত অবহিত করার পর এই জিয়ারতের ব্যবস্থা করা হয়। এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানান, "ম্যাডাম রাতে ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি ওনার স্বামী, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। তখন একরকম দ্রুত তার ব্যবস্থা করা হয়।"

নীল রঙের একটি ব্যক্তিগত গাড়িতে দলীয় পতাকা নিয়ে গুলশানের বাসভবন 'ফিরোজা' থেকে বের হন বিএনপি চেয়ারপারসন। সমাধিস্থলে পৌঁছানোর পর গাড়িটি কবরের ঠিক সামনে এসে দাঁড়ায়। শারীরিক অসুস্থতার কারণে গাড়িটিতে বসেই মোনাজাতে অংশ নেন খালেদা জিয়া।

এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার প্রয়াত দুই ভাইয়ের স্ত্রী নাসরিন ইস্কান্দার (প্রয়াত সাঈদ ইস্কান্দারের স্ত্রী) ও কানিজ ফাতেমা (প্রয়াত শামীম ইস্কান্দারের স্ত্রী)।

এছাড়াও জিয়াউর রহমানের কবরের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার এবং নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা।

সর্বশেষ ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি মামলার রায় ঘোষণার পর ঢাকার কেন্দ্রীয় কারাগারে যাওয়ার কিছুদিন আগে বিএনপি চেয়ারপারসন নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে পুস্পস্তবক অর্পণ করেছিলেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.