× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাচ্ছে এনসিপি

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫৫ পিএম । আপডেটঃ ০১ অক্টোবর ২০২৫, ০২:২২ এএম

এনসিপির লোগো। ফাইল ছবি: সংগৃহীত

দীর্ঘ যাচাই-বাছাই শেষে অবশেষে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ। দল দুটিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই দুটি দলের বিষয়ে এখন আপত্তি চেয়ে জনবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, মোট ১৪৩টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। এর মধ্যে ২২টি দলের মাঠ পর্যায়ের তথ্য পর্যালোচনা করে প্রাথমিকভাবে এই দুটি দল শর্ত পূরণ করেছে।

ইসি সচিব আখতার আহমেদ জানান, নিবন্ধন চূড়ান্ত করার আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক নিয়ে একটি বিষয় অনিষ্পন্ন আছে। তারা যে প্রতীকটি চেয়েছেন, তা প্রতীক সংক্রান্ত বিধিমালার তফসিলে নেই। এ কারণে ইসি তাদের কাছে একটি বিকল্প প্রতীক নিশ্চিত করার জন্য চিঠি দেবে। তাদের দেওয়া নতুন প্রতীক উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

আখতার আহমেদ বলেন, "জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ জাতীয় লীগের বিষয়ে আমরা এখন পত্রিকায় বিজ্ঞপ্তি দেবো যে, তাদের নিবন্ধনের ব্যাপারে কারও কোনো আপত্তি আছে কিনা।"

দুটি দল শর্ত পূরণ করলেও আরও বেশ কয়েকটি দলের বিষয়ে পর্যালোচনা ও তদন্ত চালিয়ে যাচ্ছে ইসি। ইসি সচিবের তথ্য অনুযায়ী, তিনটি দলের নিবন্ধনের বিষয়ে অধিকতর পর্যালোচনা চলমান রয়েছে। দলগুলো হলো:

  • বাংলাদেশ আম জনগণ পার্টি
  • জাতীয় জনতা পার্টি
  • জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ)


এছাড়াও, নয়টি দলের জেলা ও উপজেলা পর্যায়ে দপ্তরের অস্তিত্ব ও কার্যকারিতার বিষয়ে অধিকতর তদন্ত করা হবে। এই দলগুলো হলো:

  • আমজনতার দল
  • বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি)
  • বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)
  • বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি
  • ভাসানী জনশক্তি পার্টি
  • বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ
  • জনতার দল
  • মৌলিক বাংলা
  • জনতা পার্টি বাংলাদেশ


এদিকে, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নিবন্ধনের বিষয়ে হাইকোর্টের রায়ের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন।

প্রাথমিক পর্যালোচনার পর সাতটি দলের নিবন্ধনের আবেদন নামঞ্জুর করা হয়েছে বলে জানান ইসি সচিব। দলগুলো হলো:

  • ফরোয়ার্ড পার্টি
  • বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)
  • বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-সিপিবি এম)
  • জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি
  • বাংলাদেশ বেকার সমাজ (বাবেস)
  • বাংলাদেশ সলুশন পার্টি
  • নতুন বাংলাদেশ পার্টি


নতুন দলগুলোর নিবন্ধনের বিষয়ে জনবিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে জানতে চাইলে ইসি সচিব বলেন, পর্যালোচনায় আরও দল শর্ত পূরণ করলে কয়েক দফায় একসঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.