জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানসহ পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বিতীয় দফায় ১১ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
পাঁচ দফা দাবি আদায়ে জামায়াতের ঘোষিত কর্মসূচিগুলো নিম্নরূপ:
- ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত: জনমত গঠনের লক্ষ্যে সারাদেশে গণসংযোগ।
- ১০ অক্টোবর: রাজধানীসহ প্রতিটি বিভাগীয় শহরে গণমিছিল।
- ১২ অক্টোবর: সারাদেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ।
নির্বাচন অনুষ্ঠান ছাড়াও জামায়াতের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে—
- আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয়কক্ষে পিআর পদ্ধতি (Proportional Representation) চালু করা।
- অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সমান সুযোগ) নিশ্চিত করা।
- ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
- স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এর আগে দাবি আদায়ে গত ১৮ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে তিনদিনের কর্মসূচি পালন করে জামায়াত।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম ও হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইফুল আলম খান, মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল প্রমুখ।