ছবি: সংগৃহীত
জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন এবং ফ্যাসিবাদী ও তাদের দোসরদের বিচারের দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের দ্বিতীয় ধাপের ১২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ) দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, একইসঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোর যৌক্তিক আন্দোলনের প্রতি সরকারের হতাশাজনক উদাসীনতা নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, দেশের এতো সংখ্যক রাজনৈতিক সংগঠন ধারাবাহিক আন্দোলন কর্মসূচি পালন করলেও সরকারের পক্ষ থেকে কোনো রকম ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না। তিনি অভিযোগ করে বলেন, "কেমন যেনো স্বৈরতান্ত্রিক সরকারগুলোর মতো এই সরকারও জনতার দাবির প্রতি উদাসীনতা প্রদর্শন করছে।"
তিনি সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, "এই সরকার জনতার রক্তমাখা-জীবন উৎসর্গ করার অভিপ্রায়ে গঠিত। ফলে জনতার দাবির প্রতি ক্রমাগত উপেক্ষা এই সরকারের নৈতিক ও আইনগত বৈধতাকে নষ্ট করবে।"
আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে আইএবি মহাসচিব বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর সংস্কার, বিচার ও নির্বাচনের ইস্যুতে আমরা সরকারকে সর্বাত্মক সহায়তা করেছি এবং জাতীয় ঐকমত্য কমিশনে দীর্ঘ আলোচনায় অংশ নিয়েছি। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো—
অধ্যক্ষ ইউনুছ আহমাদ জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শাহাদাত বরণকারীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানান।
যুগপৎ আন্দোলনের মূল দাবিগুলো পুনরুল্লেখ করে তিনি বলেন, আমাদের দাবিগুলো হলো:
১. জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে।
২. নির্বাচন পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে হতে হবে।
৩. সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
৪. গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে।
৫. বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার ও বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
যুগপৎ আন্দোলনের প্রথম ধাপের কর্মসূচিতে জনতার ব্যাপক সাড়া পাওয়ায় মহাসচিব কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, প্রথম দফায় গত ১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরসমূহে বিক্ষোভ এবং ২৬ সেপ্টেম্বর সারাদেশে জেলা, উপজেলা ও থানা শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, "কর্মসূচিতে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া ও উৎসাহী অংশগ্রহণ আমাদেরকে আরো আত্মবিশ্বাসী করেছে।"
৫ দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করে অধ্যক্ষ ইউনুছ আহমাদ জানান, হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা উৎসবের কারণে প্রথম দিকে রাজপথে কোনো কর্মসূচি রাখা হয়নি। ঘোষিত কর্মসূচিগুলো হলো:
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বিষয় : ইসলামী আন্দোলন বাংলাদেশ আইএবি
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh