× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'স্বৈরাচার পালিয়েছে, অদৃশ্য শক্তি মাথাচাড়া দিচ্ছে': তারেক রহমান

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২০ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৪ পিএম । আপডেটঃ ২১ সেপ্টেম্বর ২০২৫, ০০:৪৩ এএম

কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি–বার্ষিক সম্মেলন। শনিবার বিকেলে জেলা শহরের পুরোনো স্টেডিয়ামে। ছবি: সংগৃহীত

স্বৈরাচার বিদায় নিলেও একটি 'অদৃশ্য শক্তি' ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।

শনিবার বিকেলে শহরের পুরনো স্টেডিয়ামে আয়োজিত সম্মেলনে তারেক রহমান বলেন, "স্বৈরাচার বিদায় নেওয়ার পর আমি বলেছিলাম যে অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। প্রায় এক বছর আগের আমার সেই কথা আজ ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে।"

দেশের মানুষ গত ১৬ বছর ধরে তাদের অধিকার আদায়ের জন্য লড়াই করছে উল্লেখ করে তিনি বলেন, জনগণ ও গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে অধিকার ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করেছে। তিনি আরও জানান, বিএনপি আড়াই বছর আগেই অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রস্তাবগুলোর প্রায় ৯০ শতাংশ জনগণের সামনে উপস্থাপন করেছিল।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির ৫০ লাখেরও বেশি নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন।

ভবিষ্যৎ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, "আপনারা কি কারও ব্যক্তিগত কর্মী, নাকি ধানের শীষের কর্মী? আপনারা জাতীয়তাবাদী শক্তির কর্মী। জাতীয়তাবাদী শক্তির পক্ষ থেকে যখন একটি সিদ্ধান্ত হবে, আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে তা বাস্তবায়ন করা। আজকে যেমন ঐক্যবদ্ধভাবে আপনারা সম্মেলন সফল করেছেন, ইনশা আল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে ঐক্যবদ্ধভাবে একটি সফল জনরায় আনতে সক্ষম হব।"

এছাড়াও, তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, "আমাদের প্রত্যেককে অত্যন্ত সচেতন থাকতে হবে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে বা জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে না পারে। এই বিষয়ে আপনাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে।"

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.