× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হঠাৎ আফগানিস্তানে মামুনুল হক: তালেবানের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক:

১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ এএম । আপডেটঃ ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ এএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ সাত সদস্যের একটি প্রতিনিধি দল হঠাৎ আফগানিস্তানে গেছেন। গত বুধবার সকালে তারা দেশটির রাজধানী কাবুলে পৌঁছান। যদিও এটি দলের কোনো আনুষ্ঠানিক সফর নয় বলে দাবি করছে খেলাফত মজলিস, তবু তাদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সফরের তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আফগানিস্তানের তালেবান সরকারের (ইমারাতে ইসলামিয়া) আমন্ত্রণে এই দলটি সেখানে গেছে।

কাবুলে প্রতিনিধি দলটি তালেবান সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবে বলে জানা গেছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রতিনিধি দলটি মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে পশ্চিমা বিশ্বে যে সমালোচনা রয়েছে, সে সম্পর্কে বাস্তব অবস্থা সরাসরি পরিদর্শন করবে।

তবে এই সফরকে ঘিরে নানা প্রশ্ন তৈরি হয়েছে। কারণ, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতাদের আফগানিস্তান সফরের এমন নজির এখন পর্যন্ত দেখা যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন।

খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ জানান, এই সফরটি মূলত ‘ওলামা সমাজের’ পক্ষ থেকে করা হয়েছে। তিনি দাবি করেন, এই সফরে মামুনুল হক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয়, বরং আলেম হিসেবে অংশ নিয়েছেন। এর আগে ২০০১ সালে বাংলাদেশের ওলামা সমাজ আফগানিস্তান সফর করেছিলেন বলেও তিনি জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সফরের মূল উদ্দেশ্য হলো দুই দেশের আলেমদের মধ্যে সম্পর্ক উন্নয়ন, কূটনৈতিক সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করা। তবে অনেক বিশ্লেষক মনে করেন, এই সফরের মাধ্যমে দলটি হয়তো ইসলামিক শাসনের মডেল সম্পর্কে ধারণা পেতে চাইছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. সাব্বির আহমেদ বলেন, "আফগানিস্তানের ইসলামিক শাসনের মডেল নিয়ে বাংলাদেশের একটি শ্রেণির মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সম্ভবত তারা সেই মডেল সম্পর্কে ধারণা নিতে সেখানে গেছেন।" তিনি আরও বলেন, এই ধরনের শরিয়াপন্থি শাসন ব্যবস্থা বাংলাদেশে বাস্তবায়ন করা সম্ভব নয়। যদিও দলের মহাসচিব এই ধরনের উদ্দেশ্য সম্পূর্ণ অস্বীকার করেছেন।

মামুনুল হক ও তার প্রতিনিধি দল এমন এক সময়ে আফগানিস্তান সফর করছেন, যখন বাংলাদেশে খেলাফত মজলিসের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি চলছে। জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে দলটি ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে এবং আজ সারা দেশে বিভাগীয় শহরে বিক্ষোভ হওয়ার কথা রয়েছে। তবে দলের মহাসচিবের দাবি, এই সফরের পরিকল্পনা আগে থেকেই করা ছিল এবং কর্মসূচি পরে ঘোষণা হয়েছে।

আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর তাদের সরকার আন্তর্জাতিকভাবে এখনো স্বীকৃত নয়, শুধু রাশিয়া ছাড়া। এমনকি বাংলাদেশের কোনো দূতাবাসও আফগানিস্তানে নেই। এই পরিস্থিতিতে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের এমন উচ্চপর্যায়ের সফর নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।

প্রতিনিধি দলে কারা আছেন?

মামুনুল হক ছাড়াও এই সাত সদস্যের প্রতিনিধি দলে আছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ (মধুপুরের পীর), আরেক নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল, ময়মনসিংহের বড় মসজিদের খতিব মাওলানা আব্দুল হক, বারিধারা মাদ্রাসার জ্যেষ্ঠ মুহাদ্দিস মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, জমিয়ত নেতা মাওলানা মনির হোসাইন কাসেমী এবং ময়মনসিংহের স্থানীয় আলেম মাওলানা মাহবুবুর রহমান।

এই সফর শেষে দেশে ফিরে প্রতিনিধি দলটি কী তথ্য জানায়, সেদিকেই এখন সবার নজর।


সূত্র: বিবিসি বাংলা। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.