বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, নারীরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য নেওয়া যেকোনো উদ্যোগ প্রশংসনীয়। এই ধরনের সহায়তা শুধু একজন নারীকে নয়, বরং পুরো পরিবার ও সমাজকে এগিয়ে নিতে সাহায্য করে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে অসহায় ও সুবিধাবঞ্চিত নারী উদ্যোক্তাদের মধ্যে ভ্যানগাড়ি বিতরণের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 'মোমো সুতির ঘর' এই অনুষ্ঠানের আয়োজন করে।
আব্দুস সালাম আরও বলেন, অসহায়দের পাশে দাঁড়ানোই মানবিকতার আসল পরিচয়। আমরা চাই দেশের প্রতিটি নারী নিজেকে প্রতিষ্ঠিত করুক।
'সুতির ঘর মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের' চেয়ারম্যান এস এম মোমোর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক নাফিজুল কাদীম এবং মাহবুব সরোয়ার জাহান।
অনুষ্ঠানের অংশ হিসেবে বাইতুর রাসুল কাদীম হিফজুল কোরআন মাদরাসা ও এতিমখানার সৌজন্যে অসহায় নারী উদ্যোক্তাদের হাতে ৫টি ভ্যানগাড়ির চাবি তুলে দেন প্রধান অতিথি আব্দুস সালাম। এ সময় স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আগত অতিথিরা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের অসহায় নারীদের স্বাবলম্বী করার জন্য 'সুতির ঘর মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের' এই উদ্যোগ একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে ভ্যানগাড়ি পাওয়া নারীরা আনন্দ প্রকাশ করে জানান, এই ভ্যানগাড়ির মাধ্যমে তারা নিজেরা এবং তাদের পরিবারকে স্বাবলম্বী করতে পারবেন।