× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুক্তিযুদ্ধ না মানা মানেই বাংলাদেশকে অস্বীকার করা: জামায়াত নেতা আযাদ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪৫ পিএম । আপডেটঃ ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৮ এএম

ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে রোববার প্রেস ব্রিফিং করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

যুদ্ধাপরাধের অভিযোগে শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর এবং একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা না চেয়েও, দেশের স্বাধীনতা যুদ্ধকে 'আমাদের একটি অর্জন' বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একটি বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, "মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকে তো অস্বীকার করা হয়ে যাবে। সুতরাং নির্বাচনের প্রশ্ন আসবে কীভাবে?"

বৈঠকে অংশ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আযাদ জুলাই সনদ, সাংবিধানিক প্রক্রিয়া এবং জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

জুলাই সনদকে শুধু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নয়, বরং জনগণের আকাঙ্ক্ষা হিসেবে আখ্যা দিয়ে হামিদুর রহমান আযাদ বলেন, "জুলাইটা হুবহু না হলেও জনআকাঙ্খার জায়গা থেকে এমন জায়গায় পৌঁছে গেছে, যেটা ধারণ না করে ভবিষ্যতে রাজনীতি করা কঠিন।"

জুলাই সনদের আইনি ভিত্তি প্রসঙ্গে তিনি বলেন, “'সংবিধান অর্ডার ২০২৫' নামে যদি এটি জারি হয়, তবে কোথাও চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে না এবং এটি আইনিভাবে একটি শক্তিশালী অবস্থান হবে।”

তিনি আরও বলেন, আর্টিকেল ৭-এ জনগণের পরম অভিপ্রায়ের কথা বলা আছে। এর ভিত্তিতে যদি এই কনস্টিটিউশন অর্ডার হয়, তবে তা সবচেয়ে শক্তিশালী হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াত নেতা বলেন, "আমরা বাংলাদেশের আইনি প্রক্রিয়া ও সাংবিধানিক প্রক্রিয়া মেনেই রাজনীতি করে আসছি। দেশের স্বাধীনতা যুদ্ধ আমাদের একটি অর্জন, এটা বারবার বলেছি। বাংলাদেশকে মেনে নিয়েই সবাই রাজনীতি করছে, আমরাও তাই।"

প্রসঙ্গত, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের জন্য জামায়াতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দল। তবে জামায়াত বরাবরই তাদের শীর্ষ নেতাদের বিচারিক হত্যাকাণ্ডের শিকার বলে দাবি করে আসছে এবং একাত্তরের ভূমিকার জন্য কখনো ক্ষমা চায়নি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.