প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপে বক্তব্য দেন। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে 'জাতির নবজন্মের মহোৎসব'। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য গড়ে উঠেছে, তা শুধু বাংলাদেশের জন্যই নয়, পুরো বিশ্বের জন্য একটি অনন্য দৃষ্টান্ত।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, “শুরুতে যখন কমিশনের ধারণাটি আসে, আমি নিশ্চিত ছিলাম না যে এটি টিকবে কি না। কিন্তু আজ দীর্ঘ পথ অতিক্রম করার পর আপনাদের আলোচনা ও সিদ্ধান্তে আমি অভিভূত।”
ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, জাতির সামনে আর কোনো বিকল্প পথ নেই। যে পথে আমরা শুরু করেছি, সেই পথ থেকে সরে আসার কোনো সুযোগ নেই। তিনি ছাত্র-জনতার আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, এই সুযোগ থেকে নতুন বাংলাদেশ গড়ে উঠবে।
আগামী নির্বাচনকে 'নবজন্মের মহোৎসব' হিসেবে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, “আমরা বারবার বলেছি, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। এই নির্বাচন শুধু নির্বাচন নয়, এটি হবে জাতির সত্যিকার নবজন্ম। এত ত্যাগ, এত রক্ত—সবই সার্থক হবে যদি আমরা এই নবজন্মটা লাভ করতে পারি।”
প্রধান উপদেষ্টা সতর্ক করে বলেন, এই প্রক্রিয়ায় বিভাজন বা দ্বিমতের কোনো স্থান নেই। ঐকমত্যে পৌঁছানো ছাড়া নির্বাচন সার্থক হবে না। তিনি আলাদিনের প্রদীপের উদাহরণ টেনে বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থান আমাদের সেই শক্তি এনে দিয়েছে, যা দিয়ে পুরো জাতিকে নতুনভাবে গড়ার সুযোগ এসেছে। এই সুযোগ একবারই আসে, আর আসবে না।
রাজনৈতিক দলগুলোকে ধৈর্য ধরে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “এত বড় কাজ আর কোনো দিন পাওয়া যাবে না। নির্বাচনের দিন পর্যন্ত আমাদের কাজ হলো, কোনো দ্বন্দ্ব ছাড়াই উৎসবের পরিবেশ সৃষ্টি করা।”
দেশের সংস্কারের মূল লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, “আমরা হাইওয়ে বানিয়ে ফেলেছি, এখন শুধু সাইনবোর্ড বসানো বাকি। পথ ঠিক আছে, গন্তব্য পরিষ্কার। এই নির্বাচন হবে উৎসবের নির্বাচন, দেশের শান্তি ও নতুন যাত্রার সূচনা।”
তিনি আরও বলেন, “আমাদের সংস্কারের মূল লক্ষ্য হলো সব পথ বন্ধ করা, যাতে কোনো স্বৈরাচার আর ফিরে আসতে না পারে। এ জন্য সবাইকে একমত হতে হবে।”
অনুষ্ঠানে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার।
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh