× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চার দাবিতে যুগপৎ আন্দোলনে জামায়াত-ইসলামী আন্দোলনসহ ৮ দল, শিগগির আসছে কর্মসূচি

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২ পিএম । আপডেটঃ ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৭ পিএম

চার দফা দাবিতে যুগপৎ আন্দোলনে যাচ্ছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপিসহ মোট আটটি রাজনৈতিক দল। শিগগিরই পৃথক সংবাদ সম্মেলন করে এসব দল তাদের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। আগামী সপ্তাহ থেকেই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে তারা।

সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। দলগুলোর প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে:


  • জুলাই সনদের আইনি ভিত্তি ও এর পূর্ণ বাস্তবায়ন।


  • সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) জাতীয় সংসদ নির্বাচন।


  • নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি।


  • ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের পাশাপাশি তার দোসর হিসেবে জাতীয় পার্টি (জাপা) এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।


জানা গেছে, কয়েক দফা বৈঠকের পর দলগুলো এসব দাবিতে যুগপৎ কর্মসূচি শুরু করার বিষয়ে একমত হয়েছে। এই আন্দোলনে যুক্ত হচ্ছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস, মাওলানা আবদুল বাছিত আজাদ ও আহমদ আবদুল কাদেরের নেতৃত্বাধীন খেলাফত মজলিস, নূরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ, মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং সরওয়ার কামাল আজিজীর নেতৃত্বাধীন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

এর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস আজ রোববার (১৪ সেপ্টেম্বর, ২০২৫) সংবাদ সম্মেলন করে তাদের কর্মসূচির ঘোষণা দেবে। অন্যান্য দলও খুব দ্রুত তাদের কর্মসূচি ঘোষণা করবে বলে জানা গেছে। ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান জানিয়েছেন, তারা আগামী সোমবার পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তাদের আন্দোলনের ঘোষণা দেবেন। তিনি বলেন, সব দল অভিন্ন কর্মসূচি নিয়েই মাঠে নামবে।

এ বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘এনসিপি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন চায়। অন্য কয়েকটি দল সরাসরি গণপরিষদ নির্বাচনের কথা না বললেও জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে একমত। অভিন্ন ইস্যুতে যুগপৎ আন্দোলনের বিষয়ে আমাদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা চলছে। বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।’

এই আট দলের নেতারা বলছেন, তারা প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চান। তবে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন (পিআর) নিয়ে তাদের মধ্যে কিছুটা মতপার্থক্য রয়েছে। কোনো কোনো দল সংসদের নিম্নকক্ষ ও উচ্চকক্ষ—দুই কক্ষেই এই পদ্ধতি চায়, আবার কোনো কোনো দল কেবল উচ্চকক্ষে পিআর পদ্ধতির পক্ষে। তাই এই দাবিতে দলগুলো নিজেদের মতো করে অবস্থান তুলে ধরবে।

আন্দোলনের অংশ হিসেবে জাতীয় পার্টি এবং ১৪ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে আটটি দলই একমত হয়েছে। তারা বলছেন, ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলে তার দোসর হিসেবে জাপা ও ১৪ দলের কার্যক্রম কেন নিষিদ্ধ হবে না।

জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপিসহ এই দলগুলোকে এর আগেও জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারের বিষয়ে সোচ্চার ভূমিকা রাখতে দেখা গেছে। এবার তারা জোটবদ্ধভাবে যুগপৎ কর্মসূচিতে নামছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.