× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লন্ডনে আওয়ামী লীগের হামলার শিকার তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ এএম । আপডেটঃ ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ এএম

লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে বহনকারী গাড়ি মনে করে বাংলাদেশ হাইকমিশনের এই গাড়িতে ডিম নিক্ষেপ করেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। ছবি: সংগৃহীত

লন্ডনের ব্লুমসবারি এলাকার সোয়াস বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে অংশ নেওয়ার পর ফেরার পথে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলার শিকার হয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। সেমিনারটি আয়োজন করেছিল বাংলাদেশ হাইকমিশন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেমিনার শেষে মাহফুজ আলমের গাড়ি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের কয়েকজন কর্মী গাড়ির সামনে শুয়ে পড়ে গাড়িটি আটকে দেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁরা গাড়ির দিকে ডিম ছুড়ে মারেন। তবে উপস্থিত পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

লন্ডনের বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, যে গাড়িতে হামলা হয়েছে, সেটিতে মাহফুজ আলম ছিলেন না। হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন প্রথম আলোকে বলেন, "আওয়ামী লীগ কর্মীরা মনে করেছিলেন মাহফুজ আলম ওই গাড়িতে আছেন। তাই তাঁরা ডিম ছুড়েছেন। আসলে তিনি অন্য একটি গাড়িতে ভিন্ন রাস্তা দিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন।"

পরে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে 'জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর' শীর্ষক একটি আলোচনা সভায় মাহফুজ আলম নিজেই এই হামলার বিষয়ে মন্তব্য করেন। তিনি বলেন, "আজ আমি আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি পর্যায়ে ছিলাম।"

এই ঘটনা লন্ডনে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রাজনৈতিক প্রতিপক্ষের ওপর এমন হামলার ঘটনা ভবিষ্যতে আরও উত্তেজনা ছড়াতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.