× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভোটগণনায় কারচুপির অভিযোগ, টিএসসির সামনে আবিদ-হাসিবুলের উত্তেজনা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:০০ পিএম । আপডেটঃ ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৮ এএম

ডাকসু নির্বাচনের ভোটগণনায় কারচুপির অভিযো তুলে টিএসসি কেন্দ্রের সামনে উত্তেজনার সৃষ্টি করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলামসহ দুজন প্রার্থী ও তাদের অনুসারীরা। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগণনায় কারচুপির অভিযোগ তুলেছেন ছাত্রদলসহ দুটি প্যানেলের প্রার্থীরা। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে টিএসসির সামনে অবস্থান নিয়ে তাঁরা এই অভিযোগ জানান। এ সময় ভোটগণনা নিজেদের সামনে করার দাবি জানালেও প্রশাসন তাতে সাড়া দেয়নি।

কারচুপির অভিযোগ তুলে টিএসসির সামনে উত্তেজনা সৃষ্টি করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তাঁর সঙ্গে যোগ দেন স্বতন্ত্র এজিএস প্রার্থী হাসিবুল ইসলামসহ ছাত্রদলের নেতাকর্মীরা।

তাঁদের অভিযোগ, টিএসসি কেন্দ্রের ভোটগণনা দেখানো এলইডি স্ক্রিনে ব্যালট বাক্স দেখানো হচ্ছে না। তাই তাঁরা ভোটগণনা দেখতে কেন্দ্রে প্রবেশ করতে চাইলে প্রশাসন তাঁদের বাধা দেয়। প্রায় আধা ঘণ্টার বেশি সময় টিএসসির সামনে অবস্থান করেও ভেতরে ঢুকতে না পেরে তাঁরা একপর্যায়ে টিএসসি থেকে মিছিল নিয়ে সিনেট ভবনের দিকে চলে যান। এ সময় তাঁদের 'ভোট চোর, ভোট চোর, জামায়াত শিবির ভোট চোর' স্লোগান দিতে শোনা যায়।

ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, "আমরা শুনেছি শিবিরের প্রার্থীরা বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে ভোটগণনা দেখছেন। তাহলে আমরা কেন পারব না? বিভিন্ন জায়গায় কারচুপির অভিযোগ উঠেছে, এতে প্রশাসনের ওপর আমাদের বিশ্বাস নষ্ট হচ্ছে।"

এ সময় টিএসসি কেন্দ্রের সামনে থাকা এলইডি স্ক্রিনটি বন্ধ ছিল। পরে রাত পৌনে আটটার দিকে সেটি চালু করা হয়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.