রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, হঠাৎ একদল লোক কার্যালয়ে হামলা চালায়। তারা ভেতরের আসবাবপত্র ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় এক দোকানি বলেন, “হঠাৎ কিছু যুবক স্লোগান দিতে দিতে অফিসে ঢুকে ভাঙচুর শুরু করে। এরপরই ধোঁয়া বের হতে দেখা যায়। পুলিশ আসার পর তারা পালিয়ে যায়।”
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল করিম ভূঁইয়া অভিযোগ করে বলেন, গণঅধিকার পরিষদের ব্যানারসহ একটি মিছিল থেকে কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। হামলাকারীরা 'জাতীয় পার্টি নিষিদ্ধ' করার দাবিতে স্লোগান দিচ্ছিল।
তিনি আরও বলেন, “আমরা কেন নির্বাচনে অংশ নিয়েছি, সে কারণে কি আমাদের নিষিদ্ধ করতে হবে? তাহলে তো বিএনপি ও ৩২ দলেরও নিষিদ্ধ হওয়া উচিত। প্রকৃতপক্ষে, বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টি একটি শক্তিশালী অবস্থানে এসেছে এবং আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে আমরা বিরোধী দল হবো। নির্বাচন পেছানোর জন্যই এসব কর্মকাণ্ড করা হচ্ছে।”
উল্লেখ্য, এর আগেও একাধিকবার জাতীয় পার্টির এই কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে।