জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
ভবিষ্যতে যারা ক্ষমতায় আসতে চান, তাদের বিবেকের কাছে দায়বদ্ধ এবং আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি নিয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যারা অতীতে রাষ্ট্রের সম্পদ লুট করে নিজেদের অর্থ-বিত্তের পাহাড় গড়েছেন, জনগণ যেন তাদের হাতে ক্ষমতার চাবি তুলে না দেয়।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ইব্রাহিমপুরে ঢাকা-১৫ সংসদীয় আসনের কাফরুল থানা দক্ষিণের উদ্যোগে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
থানা আমির অধ্যাপক আনোয়ারুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আবদুর রহমান মূসা। এ ছাড়া মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য মো. শহিদুল্লাহ এবং শাহ আলম তুহিনসহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ইসলামী আদর্শের ভিত্তিতে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য দীর্ঘ দিন ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। মূলত, আর্ত-মানবতার কল্যাণই আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য। আমরা দেশে ইতিবাচক ধারার রাজনীতি ফিরিয়ে আনতে নিরলস সংগ্রাম করে যাচ্ছি। তিনি বলেন, আমরা দেশ ও জাতিকে এমন একটি সমাজ উপহার দিতে চাই, যেখানে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সব মানুষের অধিকারের নিশ্চয়তা থাকবে। রাষ্ট্র কারও সঙ্গে কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ করবে না। দেশ হবে দুর্নীতি, দুঃশাসন ও অপশাসনমুক্ত।
দলের দুই সাবেক মন্ত্রীর উদাহরণ টেনে তিনি বলেন, আমরা যে আমাদের প্রতিশ্রুতি পালনে সক্ষম, তার প্রমাণ তারা দিয়ে গেছেন। তারা ছিলেন দুর্নীতিমুক্ত, সৎ ও দক্ষ। তাই সেই কাঙ্ক্ষিত সমাজ প্রতিষ্ঠায় আগামীতে ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে। তিনি দ্বীন প্রতিষ্ঠায় সবাইকে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান জানান, দেশীয় চিকিৎসায় সাধারণ মানুষের আস্থা ফেরাতে এবং চিকিৎসকদের নিজেদের প্রতি আস্থা ফিরিয়ে আনতে তিনি দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, সুস্থতা-অসুস্থতা আল্লাহর হাতে। আমরা দেখেছি, বিদেশে চিকিৎসা নিতে গিয়ে অনেকেই কফিনবন্দি হয়ে ফিরছেন, আবার দেশেই চিকিৎসা নিয়ে অনেকে পূর্ণ সুস্থতা লাভ করছেন।
তিনি আরও বলেন, চিকিৎসা একটি মহান ও সেবামূলক পেশা। তাই চিকিৎসকদের সেবার মানসিকতা নিয়ে সব শ্রেণির মানুষের চিকিৎসা করতে হবে। দেশের চিকিৎসার মান উন্নয়নের জন্য চিকিৎসা বিষয়ক শিক্ষাকে বৈশ্বিক মানসম্পন্ন করা এবং হাসপাতালগুলোকে সর্বাধুনিক চিকিৎসা সরঞ্জামে সমৃদ্ধ করা জরুরি।
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh