× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাইকোর্টের রায়ে নিবন্ধন পেলো ‘বাংলাদেশ নেজামে ইসলামি পার্টি’

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৯ পিএম । আপডেটঃ ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৯ পিএম

বাংলাদেশ নেজামে ইসলামি পার্টি (বিএনআইপি)

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ নেজামে ইসলামি পার্টি (বিএনআইপি) অবশেষে নিবন্ধন লাভ করেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) হাইকোর্টের একটি বেঞ্চ এই রায় দেন। বিচারপতি শশাংক শেখর সরকার এবং বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট পিটিশন নম্বর ৪১৪৬/২০২৫-এর রায়ে নির্বাচন কমিশনকে (ইসি) 'বাংলাদেশ নেজামে ইসলামি পার্টি (বিএনআইপি)'-কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রদানের নির্দেশ দিয়েছেন।

এর আগে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধন দিতে অস্বীকার করে। এর পরিপ্রেক্ষিতে দলটির মহাসচিব মাওলানা মুহাম্মদ মুসা বিন এজাহার হাইকোর্টে রিট পিটিশনটি দায়ের করেন।

আদালতে পিটিশনারের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট পারভেজ হোসেন ও মো. ওমর ফারুক। অন্যদিকে, নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুনতাসীর মাহমুদ রহমান, তাকে সহযোগিতা করেন এএনএম আশিকুর রহমান খান।

এই রায়ের ফলে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা আরও একটি বাড়ল।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.