× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রেস সচিবের ব্রিফিং

নির্বাচনের বিকল্প নেই, এটাই জাতির জন্য সবচেয়ে নিরাপদ পথ: প্রধান উপদেষ্টা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

৩১ আগস্ট ২০২৫, ২৩:৩০ পিএম । আপডেটঃ ০১ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ এএম

আজ রোববার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের যে সময়সীমা ঘোষণা করেছেন, সেই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।

প্রেস সচিব বলেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্থে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা আবারও তাঁর প্রতিশ্রুতির কথা জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচনের বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য জন্য গভীর বিপজ্জনক।’

বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন। তবে সব বৈঠকে তাঁরা ছিলেন না।

রোববার বিকেল সাড়ে চারটায় প্রথমে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। এরপর সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় নাগরিক পার্টি এবং সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপির নেতারা বৈঠক করেন।

দলের ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া

বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সাংবাদিকদের বলেন, চাঁদাবাজি নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ। এ অবস্থায় তারা কীভাবে এত বড় জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করবে, তা নিয়ে জামায়াতে ইসলামী শঙ্কিত ও উদ্বিগ্ন। তিনি আরও বলেন, ‘আগে একদল বাসস্ট্যান্ড দখলে নিত, এখন আরেক গ্রুপ নিয়েছে। অন্তর্বর্তী সরকারকে দখলদারদের বিরুদ্ধে কোনো ভূমিকা নিতে দেখা যায়নি।’

অন্যদিকে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, ‘জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তির জন্য আগামী নির্বাচনটি যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয়।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, একটি শক্তি নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। তবে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। নির্বাচনের তারিখ হিসেবে যেটা ঘোষণা দেওয়া হয়েছে, সেই তারিখেই নির্বাচন হবে। তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রধান উপদেষ্টা একমত পোষণ করেছেন।

প্রেস সচিবের ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচন নিয়ে যে শঙ্কা প্রকাশ করা হয়েছে, সে বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করেন। জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আমরা এ বিষয়ে কাজ করছি। প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন খুবই সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে হবে। তিনি বারবার বলেছেন, এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা নির্বাচন হবে।’

বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হলেও জাতীয় পার্টির সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, জাতীয় পার্টির বিষয়ে আলোচনা হয়েছে। একেকটি দল একেক ধরনের মতামত দিয়েছে এবং প্রধান উপদেষ্টা সেগুলো শুনেছেন।

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। এ বিষয়ে শফিকুল আলম বলেন, দুর্গাপূজা ঘিরে দেশে যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.