× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচন পেছানোর সুযোগ নেই, জানালেন ফখরুল

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

৩১ আগস্ট ২০২৫, ২২:২৫ পিএম । আপডেটঃ ৩১ আগস্ট ২০২৫, ২৩:৩০ পিএম

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সাথে ব্রিফ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে। ছবি: সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এই বিষয়ে প্রধান উপদেষ্টা একমত হয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, দেশের মানুষও এ বিষয়ে আশ্বস্ত।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক হয়। বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, 'একটি মহল নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। কিন্তু নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। ঘোষিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।'

বৈঠকে বিএনপির পক্ষে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ এবং অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। অন্যদিকে, প্রধান উপদেষ্টার সঙ্গে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকের আগে প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা আলাদাভাবে বৈঠক করেন। বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের অভিযোগ করেন যে, লন্ডনে একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করা নিরপেক্ষতার পরিপন্থী।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের এই দাবিকে 'সম্পূর্ণ অমূলক' বলে উড়িয়ে দেন। তিনি বলেন, 'দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সঙ্গে কথা বলার সম্পূর্ণ অধিকার প্রধান উপদেষ্টার রয়েছে।'

বৈঠক শেষে বিএনপির নেতাদের সঙ্গে একটি ফটোসেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.