ভোটারদের আকৃষ্ট করতে বাংলাদেশের এক হাজার টাকার নোটের আদলে লিফলেট ছাপিয়ে প্রচার চালাচ্ছেন আরাফাত হোসেন। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীরা প্রচারে অভিনব কৌশল অবলম্বন করছেন। বেঁধে দেওয়া সময়ের মধ্যে ভোটারদের কাছে নিজেদের নাম ও ব্যালট নম্বর পৌঁছে দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন তাঁরা। তাই এবার ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে প্রার্থীরা বেছে নিয়েছেন ব্যতিক্রমী পথ। কেউ প্রচারপত্র তৈরি করছেন এক হাজার টাকার নোটের আদলে, আবার কেউ তৈরি করেছেন মার্কিন ডলারের আদলে।
আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা প্রচার চালানোর সুযোগ পাবেন। আচরণবিধি অনুযায়ী, প্রার্থীরা শুধু হ্যান্ডবিল, পোস্টার ও লিফলেট বিলি করতে পারবেন। কোনো ধরনের প্রচারপত্র ক্যাম্পাসে সাঁটানো যাবে না। এতে করে অনেক প্রার্থীকেই প্রচারে বেগ পেতে হচ্ছে।
টাকার আদলে লিফলেট বানিয়েছেন আরাফাত
ডাকসু নির্বাচনে সদস্য পদে প্রার্থী হয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. আরাফাত হোসেন। তাঁর ব্যালট নম্বর ১৭০। এই বিপুল সংখ্যক প্রার্থীর মধ্যে ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে তিনি এক হাজার টাকার নোটের আদলে লিফলেট তৈরি করেছেন। এই প্রচারপত্রে ‘বাংলাদেশ ব্যাংক’-এর জায়গায় লেখা হয়েছে ‘ডাকসু ভোট ব্যাংক’। 'চাহিবামাত্র ইহার বাহককে এক হাজার টাকা দিতে বাধ্য থাকিবেন'—এই লাইনের বদলে লেখা হয়েছে, 'চাহিবামাত্র ইহার প্রার্থীকে একশত সত্তর ব্যালটে ভোট দিয়ে বাধিত করবেন'। লিফলেটের পেছনের অংশে জাতীয় সংসদের ছবির বদলে ব্যবহার করা হয়েছে কার্জন হলের ছবি। পাশেই একটি কিউআর কোড যুক্ত করা হয়েছে, যা স্ক্যান করলে প্রার্থীর ইশতেহার দেখা যায়।
নিজের এই ব্যতিক্রমী প্রচার কৌশল প্রসঙ্গে আরাফাত বলেন, "এই নির্বাচনে সদস্য পদে ২১৮ জন প্রার্থী। এত প্রার্থীর ভিড়ে ভোটাররা নাম ও ব্যালট নম্বর মনে রাখতে পারেন না। মানুষের টাকার প্রতি আকর্ষণ বেশি থাকায় আমি এই কৌশল বেছে নিয়েছি। এতে ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি।"
ডলারের আদলে নাইমুরের প্রচার
এদিকে, স্যার এ এফ রহমান হল সংসদ নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী নাইমুর রহমান। ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে তিনি বেছে নিয়েছেন মার্কিন ডলারের আদল। তাঁর ব্যালট নম্বর ১ হওয়ায় তিনি এক ডলারের আদলে প্রচারপত্র তৈরি করেছেন। ডলার আকৃতির এই লিফলেটে ফেডারেল রিজার্ভ নোটের আদলে লেখা হয়েছে 'আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫'। এর পাশাপাশি রয়েছে একটি কিউআর কোড, যা স্ক্যান করলে তাঁর ফেসবুক আইডি দেখা যায়।
নাইমুর রহমান জানান, গতানুগতিক লিফলেটে শিক্ষার্থীরা আগ্রহ দেখাচ্ছেন না। তাই ভিন্ন কিছু করার জন্য এই উদ্যোগ নিয়েছেন। প্রথমে তিনি টাকার আদলে লিফলেট বানাতে চেয়েছিলেন, কিন্তু আচরণবিধির কারণে তা সম্ভব হয়নি। পরে একজন বড় ভাইয়ের পরামর্শে ডলারের আদলে লিফলেট তৈরির সিদ্ধান্ত নেন।
প্রচার নিয়ে যা বললেন কর্তৃপক্ষ
এ ধরনের প্রচার আচরণবিধি লঙ্ঘন করে কি না, জানতে চাইলে ডাকসু ও হল সংসদ নির্বাচনের আচরণবিধি টাস্কফোর্সের আহ্বায়ক অধ্যাপক গোলাম রব্বানী জানান, আচরণবিধিতে এই ধরনের প্রচারে কোনো বাধা নেই।
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সদস্য পদে প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, ২১৭ জন। এছাড়া, ১৮টি হলে ১৩টি পদের জন্য ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh