× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কাকরাইলে জাপা কার্যালয়ে হামলা, আগুন; আহত সাংবাদিকসহ অন্তত ২

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

৩০ আগস্ট ২০২৫, ২১:২৭ পিএম । আপডেটঃ ৩০ আগস্ট ২০২৫, ২২:৪৮ পিএম

কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়েছে একদল বিক্ষোভকারী। শনিবার সন্ধ্যায় সংঘটিত এ হামলায় কার্যালয়ের নিচতলায় আগুন দেওয়া হয় এবং ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ব্যবহার ও লাঠিপেটা করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এই ঘটনায় দুই সাংবাদিক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে এসে জাপা কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে তারা কার্যালয়ের নিচতলায় আগুন ধরিয়ে দেয়। এ সময় ভবনের সামনে টানানো জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের ছবিও ভাঙচুর করা হয়। বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হওয়ার পর পুলিশ জলকামান দিয়ে আগুন নিভিয়ে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, হামলায় দায়িত্ব পালনকালে ইটের আঘাতে আহত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার নাইমুর রহমান (২৫) এবং বাংলানিউজের ফটোসাংবাদিক জিএম মজিবর (৪৫)। তাদের দু'জনকেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জাতীয় পার্টির যুগ্মমহাসচিব জুবের আলম খান গণমাধ্যমকে জানান, বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে তাদের সাংগঠনিক আলোচনা শেষ হওয়ার পরপরই এই হামলা চালানো হয়। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা গণঅধিকার পরিষদের নেতাকর্মী।

উল্লেখ্য, গতকাল শুক্রবার একই এলাকায় জাপা ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ওই সময় পুলিশের লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ কয়েকজন আহত হন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.