গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর প্রশাসনিক হামলাকে 'অনাকাঙ্ক্ষিত, অগ্রহণযোগ্য ও অমার্জনীয়' বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকরামুল হক খান। তিনি এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এর পেছনে থাকা রহস্য ও উসকানিদাতাদের খুঁজে বের করার দাবি জানান।
শনিবার (৩০ আগস্ট) দলীয় এক বিবৃতিতে তিনি বলেন, "একটি রাজনৈতিক দলের অফিসের সামনে দিয়ে অন্য একটি দলের মিছিল যেতেই পারে, কিন্তু সংঘর্ষের সূত্রপাত কোথা থেকে হলো তা খতিয়ে দেখতে হবে। কেন দেশপ্রেমিক সেনাবাহিনীকে এতটা কঠোর হতে হলো?"
বিবৃতিতে ইকরামুল হক খান আরও বলেন, কারা পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে জ্বলন্ত মশাল ও ঢিল ছুড়ে মেরেছে, তা তদন্ত করে খুঁজে বের করতে হবে। তিনি আরও বলেন, "এটা কি কেবলই জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যকার রেষারেষি, নাকি জাতীয় নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র—তাও বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে জাতির সামনে স্পষ্ট হওয়া প্রয়োজন।"