ছবি: সংগৃহীত
কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের একটি মিছিল থেকে সংঘর্ষে জড়িয়েছেন দুই দলের নেতাকর্মীরা। শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত হয়েছেন এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে।
গণ অধিকার পরিষদের দাবি, তাদের মিছিলের পেছন থেকে জাতীয় পার্টির কর্মীরা হামলা করেছে। অন্যদিকে জাতীয় পার্টির পাল্টা অভিযোগ, গণ অধিকার পরিষদের মিছিল থেকে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালানো হয়েছে।
গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ জানান, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে তাদের একটি বিক্ষোভ কর্মসূচি ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পল্টন মোড়ে মিছিলের পেছনের অংশে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে হামলা চালানো হয়। তার দাবি, হামলাকারীদের মধ্যে আওয়ামী লীগ ও যুবলীগের লোকজনও ছিল।
তবে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমে এক বার্তায় জানান, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে বলেও তিনি জানান।
রমনা থানার পরিদর্শক আতিকুল আলম খন্দকার জানান, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে দুই পক্ষের মধ্যে ঢিল ছোড়ার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তিনি বলেন, 'পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে রয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে।'
সংঘর্ষের সময় গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি ওমর ফারুক বলেন, 'জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর, তাদের নিষিদ্ধ না করা পর্যন্ত এখান থেকে যাব না।'
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর শিকদার লোটন বলেন, 'নুরুল হক নুর কিছু লোককে উসকে দিয়ে আন্দোলন করছেন। তারা আমাদের দোসর দাবি করছে। আমরা দোসর হলে তারা কি? নুর তো ছাত্রলীগের নেতা ছিলেন। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে অন্যদের কাছ থেকে সুবিধা নেওয়া। আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাই।'
এই হামলার প্রতিবাদে রাতে মশাল মিছিলের ডাক দেয় গণ অধিকার পরিষদ। পরে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, মশাল মিছিল শেষে প্রেস ব্রিফিং করার সময় আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর লাঠিপেটা করে, এতে নুরুল হক নুর গুরুতর আহত হন। প্রথমে তাকে ইসলামি ব্যাংক হাসপাতালে নেওয়া হলেও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রাতে আহত নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
বিষয় : কাকরাইল গণঅধিকার পরিষদ জাতীয় পার্টি সংঘর্ষ
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
