রাজধানীর কাকরাইলে আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি (জাপা) এবং গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
সংঘর্ষটি ঘটেছে জাপা কার্যালয়ের সামনে। এই ঘটনায় উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে।
পুলিশ সূত্র জানায়, গণ অধিকার পরিষদের একটি মিছিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাপা কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় জাতীয় পার্টির নেতা-কর্মীরা কার্যালয় থেকে বেরিয়ে এলে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তা পাল্টাপাল্টি ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের রূপ নেয়। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের হস্তক্ষেপে প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ আরও জানায়, সংঘর্ষে আহতদের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।