নিবন্ধন আবেদন নামঞ্জুর করায় নির্বাচন কমিশনকে (ইসি) আইনি নোটিশ দিয়েছে বাংলাদেশ জাগ্রত পার্টি। নোটিশে তিন দিনের মধ্যে নিবন্ধন না দিলে উচ্চ আদালতে রিট পিটিশন করার হুমকিও দেওয়া হয়েছে।
দলটির মহাসচিব ও লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ প্রধান নির্বাচন কমিশনার, সিনিয়র সচিব এবং উপসচিবের নাম উল্লেখ করে এই আইনি নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে তিনি জানান, প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা দেওয়ার পরও বাংলাদেশ জাগ্রত পার্টির নিবন্ধন আবেদন প্রত্যাখ্যান করায় তারা গভীরভাবে মর্মাহত। তাই 'ডিমান্ড জাস্টিস' বা ন্যায়বিচারের দাবিতে তারা এই আইনি নোটিশ পাঠিয়েছেন।
-68b069d196914.jpg)
এতে বলা হয়েছে, নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে দলীয় প্রতীক 'কলম' এবং নির্বাচনের জন্য বাংলাদেশ জাগ্রত পার্টিকে নিবন্ধন দিতে হবে। অন্যথায়, ইসির বিরুদ্ধে উচ্চ আদালতে রিট পিটিশন করা হবে।