ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ফাইল ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে। প্রার্থীরা আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন। তবে ছাত্রীদের হলগুলোতে এই সময়সীমা রাত ১০টা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে।
প্রচারণার কৌশল ও প্রার্থীর বক্তব্য
ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা মূলত চারটি উপায়ে ভোটারদের কাছে পৌঁছানোর পরিকল্পনা করেছেন—অনলাইন বা সামাজিক যোগাযোগমাধ্যম, পোস্টার-লিফলেট, ব্যানার এবং সরাসরি হল ও একাডেমিক ভবনের সামনে প্রচার।
জাতীয়তাবাদী ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ জানান, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পরই তারা প্রচার শুরু করবেন।
গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত প্যানেল 'বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ'-এর জিএস প্রার্থী আবু বাকের মজুমদার বলেন, "আমরা আচরণবিধি মেনে প্রচারণা চালাব।"
স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা জানান, তারা উদ্ভাবনী পদ্ধতিতে প্রচার শুরু করবেন। অন্যদিকে, বাম ছাত্রসংগঠনের 'প্রতিরোধ পর্ষদ' প্যানেলের এজিএস প্রার্থী জাবির আহমেদ জুবেল শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন।
আচরণবিধিতে যা থাকছে
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, প্রার্থীরা শুধু সাদাকালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ব্যবহার করতে পারবেন, যেখানে তাদের নিজেদের ছবি ছাড়া অন্য কোনো ছবি বা প্রতীক ব্যবহার করা যাবে না। ক্যাম্পাস বা হলের দেয়াল, যানবাহন, গাছপালা, বিদ্যুৎ বা টেলিফোনের খুঁটিসহ কোনো স্থায়ী স্থানে পোস্টার লাগানো যাবে না। এছাড়া, কোনো ধরনের তোরণ, প্যান্ডেল বা আলোকসজ্জা করা যাবে না।
নির্বাচনী প্রচারণার জন্য ধর্মীয় উপাসনালয়, শ্রেণিকক্ষ, পাঠকক্ষ বা পরীক্ষার হল ব্যবহার করা যাবে না। প্রার্থীদের কোনো ধরনের উপঢৌকন বা খাদ্য পরিবেশন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে আক্রমণাত্মক, উসকানিমূলক বা গুজবমূলক মন্তব্য করা যাবে না। সভা-সমাবেশ করার জন্য অন্তত ২৪ ঘণ্টা আগে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিতে হবে।
আচরণবিধি লঙ্ঘনের জন্য সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল, বা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের মতো কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।
ভোটের প্রস্তুতি
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২১ জন প্রার্থী তাদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। আপিলের পর ৩৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
এদিকে, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই শিক্ষার্থী, জুলিয়াস সিজার তালুকদার ও বায়েজিদ বোস্তামীর প্রার্থিতা বাতিলের সুপারিশ করেছে ট্রাইব্যুনাল কমিটি। বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সিন্ডিকেটে পাঠানো হয়েছে।
নির্বাচন উপলক্ষে ক্যাম্পাস ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একটি বিশেষ বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় ডিএমপি কমিশনারসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে নির্বিঘ্নে ভোটদান ও সুষ্ঠু ভোট গণনার জন্য বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
