× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচনে পিআর পদ্ধতির পক্ষে নেই বিএনপি: মির্জা ফখরুল

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৯ আগস্ট ২০২৫, ২৩:২২ পিএম । আপডেটঃ ২০ আগস্ট ২০২৫, ০২:২১ এএম

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

পিআর পদ্ধতিতে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, 'পিআর পদ্ধতিতে এ দেশের মানুষ অভ্যস্ত না। তারা বোঝেও না, ঠিক মতো জানেও না। কতদিন চেষ্টা করে ইভিএম বাদ দিতে হয়েছে। পিআর পদ্ধতিতে তো আমরা অভ্যস্ত না...প্রশ্নই উঠতে পারে না। সরাসরি ভোটের যে অধিকার আমার, সেই অধিকার এখানে বিঘ্নিত হয়।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা বিশ্বাস করি, পিআর পদ্ধতিতে জনগণের যে অধিকার সেটা পুরোপুরি প্রয়োগ করা হবে না। সে বুঝবেও না কাকে ভোট দিচ্ছে। এটাতে তো বাংলাদেশের মানুষ অভ্যস্ত না! সুতরাং এটা গ্রহণযোগ্য না।'

সংস্কার ছাড়া যারা নির্বাচন চাচ্ছেন না, সেটা তাদের দলের সিদ্ধান্তের ব্যাপার উল্লেখ করে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বাংলাদেশের মানুষ এখন নির্বাচন চায় এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে উদ্ধার করার একমাত্র উপায় নির্বাচন। সেটা একটা অবাধ-সুষ্ঠু নির্বাচন।'

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.