× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গণতন্ত্র-মানবাধিকার-ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে: বাংলাদেশ জাগ্রত পার্টি

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৫ আগস্ট ২০২৫, ১৫:০৩ পিএম । আপডেটঃ ০৫ আগস্ট ২০২৫, ১৫:০৫ পিএম

ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লব ও ৩৬ জুলাই স্মরণে বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী মো. ইকরামুল হক খান বলেন, গণতন্ত্র-মানবাধিকার-ভোটাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জাগ্রত পার্টির আন্দোলন অব্যাহত থাকবে।

আজ মঙ্গলবার এক লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানান। 

লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকৌশলী মো. ইকরামুল হক খান জানান, আজ ৫ আগস্ট; জুলাই গণঅভ্যূত্থান দিবস। পূর্ণ হলো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা উৎখাতের একটি বছর। এই দিনে টানা ৩৬ দিনের আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদ স্বৈরাচার আওয়ামী লীগের কাছ থেকে মুক্ত হয়। মুক্তি পায় গণমানুষের পূর্ণ বাক স্বাধীনতা।

দিনটি স্মরণে বাংলাদেশ জাগ্রত পার্টির নির্বাহী চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট অশোক কুমার ঘোষ বলেন, স্বৈরাচার পতনের মধ্যদিয়ে জাতি যে পথে হাঁটছে, সেই পথ যেনো হয় অখন্ড বাংলাদেশের। স্বাধীনতা সার্বভৌমত্ব যেনো কোন অপশক্তির কালো থাবায় বিলীন হয়ে না যায়। 

তিনি আরো বলেন, বাংলাদেশ জাগ্রত পার্টি বিশ্বাস করে, ৭১ এর স্বাধীনতা কারো দয়ায় যেমন অর্জিত হয়নি। ঠিক তেমনি ৩৬ জুলাই কারো মাস্টারমাইন্ড হওয়ার স্বপ্ন বাস্তবায়নে হয়নি। জুলাই বিপ্লব ছিল, গণমানুষের পুঞ্জিভূষিত ক্ষোভের বহিঃপ্রকাশ। যার মধ্যদিয়ে প্রতিষ্ঠা পাবে ভোটের অধিকার। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.