× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আগে স্থানীয় সরকার নির্বাচন হলে কমিশনের ‘এসিড টেস্ট’ হবে: জামায়াত আমির

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৫ এপ্রিল ২০২৫, ১০:২৮ এএম । আপডেটঃ ২৫ এপ্রিল ২০২৫, ১০:২৮ এএম

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে তা নির্বাচন কমিশনের জন্য একটি ‘এসিড টেস্ট’ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বললেন, আগে স্থানীয় সরকার নির্বাচনটা দিন। আমরা দেখি আপনাদের সদিচ্ছা ও সক্ষমতা কতটুকু।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, এটার প্রমাণ আপনারা পেশ করুন। যদি এতে জনগণ সন্তুষ্ট হয়, জনগণের পরবর্তী খেদমতের জন্য আপনাদের পূর্ণ সহায়তা দেবে। আর এখানে যদি কিছু ধরা পড়ে, জনগণ হলুদ নয়, লাল কার্ড দেখিয়ে দেবে।

তিনি আরও বলেন, দল-গোষ্ঠীকে সুবিধা দেয়ার কোনও ধরনের সুপারিশ মানবো না। আমরা জনগণ তথা ১৮ কোটি মানুষকে সুবিধা দেয়ার যত সুপারিশ আসুক, তা মেনে নেবো। আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ— সবাই নিজেকে গড়ুন, ঘরে ঘরে ন্যায় ও সত্যের আওয়াজ পৌঁছে দিন।

এ সময় জামায়াতের আমির জানান, জামায়াত আগামীতে এমন একটি বাংলাদেশ চায়, যেখানে কোনো জুলুম-নিপীড়ন থাকবে না, নতুন কোনো ফ্যাসিবাদ সৃষ্টি হবে না। সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টে যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.