ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ‘নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ যদি ফেব্রুয়ারি মাসে কোনো প্রোগ্রাম করার চেষ্টা করে তাহলে ঢাকা মহানগর পুলিশ এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’
শুক্রবার অমর একুশে বইমেলা ঘিরে ডিএমপি কর্তৃক নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মো. সাজ্জাত আলী বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোগ্রাম আসতেছে। সেসব প্রোগ্রাম আমরা মোকাবিলা করতেছি। ভিডিও বার্তা ও মিডিয়ার জগত, সুতরাং প্রোগ্রাম দিতেই পারে। সেগুলো আমরা প্রতিদিনই মোকাবিলা করে যাচ্ছি।’
ডিএমপি কমিশনার বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগের অনেকে নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি। তারা বন্দী আছেন। যদি এমন কোনো অ্যাটেম্প নেয়, অবশ্যই আমার ব্যবস্থা নেবো। আপাতত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না।’