× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফ্যাসিস্টদের ক্ষমা করবো না: জামায়াত আমির

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৯ নভেম্বর ২০২৪, ১৩:৩১ পিএম । আপডেটঃ ২৯ নভেম্বর ২০২৪, ১৩:৩১ পিএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

ফ্যাসিস্টরা টানা ১৫ বছর আমাদের ওপর তাণ্ডব চালিয়েছে। হত্যা, গুম ও সম্পদ লুণ্ঠন করেছে। তাদেরকে আমরা ক্ষমা করবো না—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৯ নভেম্বর) রাতে যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে এক পথসভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, পতিত সরকারের আমলে জামায়াতে ইসলামী সবচেয়ে মজলুম দল ছিল। তারা আমাদের ওপর ফ্যাসিবাদের থাবা বিস্তার করেছিল। বিচারের নামে দলের শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে। তাদের প্রত্যেকের অপরাধের বিচার করতে হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই মিলে যুদ্ধ করেছে। কোলের শিশুও মৃত্যুবরণ করেছে। এই জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। ঐক্যের ফাঁক গলে কেউ যেন তা বিনষ্ট করতে না পারে। এজন্য দেশের জনগণকে সজাগ থাকতে হবে।

এ সময় আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে জামায়াতকে নিষিদ্ধ করেছিল। এরপর জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরকে দেশে থেকে নির্মূল করতে চেয়েছিল। কিন্তু সৃষ্টিকর্তা কার্যত তাদেরকেই নিষিদ্ধ করে দিয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.