× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাউজানে বিএনপির দু’গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধ ৬

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৪ নভেম্বর ২০২৪, ১৩:৫০ পিএম । আপডেটঃ ১৪ নভেম্বর ২০২৪, ১৩:৫১ পিএম

প্রতিটি ছবি

চট্টগ্রামের রাউজানে বিএনপির বিবাদমান দু’গ্রুপের আধিপত্য বিস্তারের লড়াইতে গোলাগুলি হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়েছে ৬ জন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গুলিবিদ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। আহতদের বেশিরভাগই পথচারী বলে জানিয়েছে পুলিশ।

প্রত‍্যক্ষদর্শীরা জানায়, রাউজানের নোয়াপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে খন্দকার গোলাম আকবর ও গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সমর্থকদের মাঝে। রাতে অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে দু’গ্রুপই সংঘর্ষে জড়ায়। এসময় দু’পক্ষের গুলিবর্ষণে বেশ কয়েকজন আহত হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, গুলিবিদ্ধদের উদ্ধার করে চিকিৎসার জন‍্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.