× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাভার থেকে গ্রেপ্তার সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৮ নভেম্বর ২০২৪, ০১:৫২ এএম । আপডেটঃ ০৮ নভেম্বর ২০২৪, ০১:৫২ এএম

তাহজীব আলম সিদ্দিকী

সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে সাভার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সুনির্দিষ্ট মামলায় তাকে সাভার থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা আছে। 

র্যাব জানিয়েছে, সরকার পতনের পর থেকে সাবেক এই এমপি আত্মগোপনে ছিলেন। 

র্যাব জানায়, ঝিনাইদহে জামায়াতে ইসলামীর কর্মী আবদুস সালাম হত্যার ঘটনায় ১১ বছর পর গত ২৭ আগস্ট একটি মামলা হয়। মামলায় সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকীসহ আওয়ামী লীগের ২৭০ জনকে আসামি করা হয়েছে। নিহত ব্যক্তির শ্বশুর ও কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলাটি করেন।

ঝিনাইদহ-২ আসন (সদর আংশিক ও হরিণাকুণ্ডু উপজেলা) থেকে তাহজীব আলম ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। পরে তিনি ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ডামি নির্বাচনে তিনি এমপি ছিলেন না।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.