সাবেক আওয়ামী লীগ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করার কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
তবে সুনির্দিষ্ট কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি।
গ্রেপ্তারের পর সাধন চন্দ্রকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে বলে রেজাউল করিম মল্লিক জানান।
প্রবল গণ আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে।
তিন দিন পর গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এরপর একে একে গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।
সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাসহ প্রায় অর্ধশত জন এখন কারাগারে রয়েছেন। এরমধ্যে সর্বশেষ সাবেক মন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তারের খবর দিল ডিবি।
চলতি বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ আসন থেকে টানা চতুর্থবার জয় পান সাধন মজুমদার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর খাদ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়া সাধন ৫ অগাস্ট সরকার পতনের আগ পর্যন্ত দ্বিতীয় মেয়াদে একই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।