শেখ হাসিনা
শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার আদালতে নতুন চারটি হত্যা মামলা এবং একটি হত্যাচেস্টার মামলা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দুটি এবং মুখ্য বিচারিক হাকিম আদালতে দুটি হত্যা মামলা হয়। হত্যাচেস্টার মামলাটি হয়েছে মুখ্য মহানগর হাকিম আদালতে।
সবকটি মামলার শুনানি শেষে সংশ্লিষ্ট আদালত অভিযোগগুলো নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছে থানাকে।
আশুলিয়ায় তিন হত্যা
ঢাকার আশুলিয়া থানাধীন সাভার হাইওয়ের ওপরে শাইখ আসহাবুল ইয়ামিন, আলামিন ও মেহেদী হাসানকে হত্যার ঘটনায় মুখ্য বিচারিক হাকিম আদালতে হত্যা মামলা করেছেন আব্দুল জলিল নামের এক ব্যক্তি।
বাদীর জবানবন্দি শুনে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আরিফা চৌধুরী হিমেল অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করার জন্য আশুলিয়া থানাকে নির্দেশ দিয়েছেন।
মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, হাসিনার বোন শেখ রেহানাসহ ৪৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার আর্জিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে গত ১৮ জুলাই পুলিশ ও বিজিবি নির্বিচারে গুলি চালালে শাইখ আসহাবুল ইয়ামিন মাটিতে পড়ে যান। এ সময় পুলিশ তাকে টেনেহিঁচড়ে সাঁজোয়া যানে তুলে নির্যাতন করে নিষ্ঠুরভাবে সাঁজোয়াযান থেকে রাস্তায় ফেলে দেয়, যার ভিডিও দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়।
আর আলামিন ও মেহেদী হাসান ১৯ জুলাই জুমার নামাজ পড়ার জন্য তারা বাসা থেকে বের হন। রাস্তায় থাকা পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যরা তাদের উদ্দেশ্যে গুলি ছোড়ে।
আহত আলামিনকে স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই দিনই মারা যান তিনি। আর গুলিবিদ্ধ মেহেদীকে রাস্তা থেকে উদ্ধার করতে পুলিশ বাধা দেওয়ায় চিকিৎসার অভাবে সেখানেই তিনি মারা যান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
হকার হত্যা
আশুলিয়া থানাধীন বাইপাইল জামগাড় রোডের পাক্তা রাস্তার ওপর হকার মো. শাহাবুল ইসলাম ওরফে শাওনকে হত্যার অভিযোগে মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেছেন তার আত্মীয় মো. মজিবুল হোসেন ।
বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করার জন্য আশুলিয়া থানাকে নির্দেশ দিয়েছেন জেষ্ঠ্য বিচারিক হাকিম আরিফা চৌধুরী হিমেল।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৭ জনকে এ মামলায় আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, হারুন অর রশিদ, বিপ্লব কুমার ও বেনজীর আহমেদ।
মামলার আরজিতে বলা হয়, গত ৪ অগাস্ট সকালে ছাত্রদের সাথে আন্দোলনে যোগ দেন শাওন। সকাল ১১টার দিকে তিনি পেটে গুলিবিদ্ধ হন।
ছাত্ররা তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়।
মোহাম্মপুরে রোকন হত্যা
মোহাম্মপুর বছিলা রোডের ময়ূর ভিলার সামনে শাহরিয়া হোসেন রোকন নামের ২৩ বছর বয়সী এক শ্রমিককে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন মো. রবিউল খান হিল্লোল নামের এক ব্যক্তি।
তার জবানবন্দি গ্রহণ করে মহানগর হাকিম রাজেশ চৌধুরী অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন।
মামলার আবেদনে বলা হয়, শাহরিয়ার হোসেন রোকন গত ১৯ জুলাই জরুরি প্রয়োজনে বাসা থেকে বের হয়ে মোহাম্মদপুর বছিলা রোডের ময়ূর ভিলার সামনে পৌঁছান। এসময় কয়েকজন আওয়ামী নেতাকর্মী ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালায়। তাতে মামলার বাদী হিল্লোল ও রোকন গুলিবিদ্ধ হন।
পরে ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহম্মেদ ও ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন পলাশ সামনে থেকে রোকনের দিকে কয়েক রাউন্ড গুলি করে।
এ সময় তাকে উদ্ধার করতে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা তাদের চাপাতি, ছুরি ও লাঠিসোটা দিয়ে আঘাত করে।
খবর পেয়ে নিহত রোকনের আত্মীয়স্বজন ঘটনাস্থলে গিয়ে আসামিদের হাতেপায়ে ধরে তাকে প্রথমে স্থানীয় তমা মেডিকেল সেন্টার ও পরে শহীদ সোহরাওর্য়াদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তকে মৃত ঘোষণা করেন।
কলেজছাত্র জাহিদ হত্যা
রাজধানীর বিমানবন্দর এলাকায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল্লাহ বিন জাহিদকে হত্যার অভিযোগে মামলা করেছেন মোহাম্মদ জাকিউল্লাহ বাহার নামের এক ব্যক্তি।
বাদীর জবানবন্দি শুনে মহানগর হাকিম মো. মাইনুল ইসলাম অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করতে বিমানবন্দর থানাকে নির্দেশ দেন।
শেখ হাসিনাসহ ৩৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে এ মামলায়।
মামলার আবেদনে বলা হয়, গত ৫ অগাস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিল চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছত্রছায়ায় অজ্ঞাতনামা ১৫০-২০০ জন আওয়ামী সন্ত্রাসী গুলি চালালে আব্দুল্লাহ বিন জাহিদ লুটিয়ে পড়েন।
তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ ফর ইউমেন্স এন্ড হাসাপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাচেষ্টা মামলা
শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে।
ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রবিউল ইসলাম নয়নকে হত্যা চেষ্টার অভিযোগে মহানগর হাকিম তাহমিনা হকের আদালতে মামলাটি করেন বিএনপি সমর্থক মোসা. সুমি বেগম।
এ মামলায় শেখ হাসিনাসহ মোট ১৬ জনকে আসামি করা হয়েছে।
বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগ তদন্ত করার জন্য রমনা মডেল থানাকে আদেশ দিয়েছেন বিচারক।
ছাত্রজনতার প্রবল আন্দোলনে গত ৫ অগাস্ট শেষ হাসিনা সরকারের পতনের পর থেকে তার বিরুদ্ধে অন্তত ৪০টি মামলা হয়েছে, যার বেশিরভাগই হয়েছে ঢাকায়।
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh