ঢাকার গেণ্ডারিয়ায় গুলিতে ‘বিএনপির’ এক কর্মী ন্হিত হয়েছেন।
গেণ্ডারিয়ায় বসু বাজার এলাকায় মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে নিহতের পরিবার ও পুলিশ জানিয়েছে।
নিহত মো. আনিছ (৪৭) পুরান ঢাকার নারিন্দা গুরুদাস সরকার লেনের বাসিন্দা; পেশায় আংটি ও পাথর বিক্রেতা ছিলেন।
তার বড় ভাই মো. নাদিম বলেন, বিকালে বাসা থেকে বের হয় আনিছ। পরে গুলিবিদ্ধ হওয়ার খবরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তার মরদেহ দেখতে পাই।
আনিছের পেটে ও মাথায় গুলি লেগেছে জানিয়ে নাদিম বলেন, “ও বিএনপির কর্মী ছিল। আওয়ামী লীগের লোকজন তাকে গুলি করে হত্যা করেছে।”
ঢাকা মেডিকেল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে আনা হয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।