× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একপলক

একপলক [১৫ নভেম্বর ২০২৫]

১৬ নভেম্বর ২০২৫, ০৩:৪৩ এএম । আপডেটঃ ১৬ নভেম্বর ২০২৫, ০৪:২৭ এএম

পথের ধারের লজ্জাবতী ফুলের ওপর মৌমাছির গুণগুণ। বগুড়ার মালগ্রামের একটি মিষ্টি দৃশ্য। ছবি: সংগৃহীত

২ / ২০


ঘন পাতার আড়াল ভেদ করে উপরে উঠে এসেছে একটি গিরগিটি। বান্দরবান। ছবি: সংগৃহীত 


৩ / ২০

শীতের আগমনী সকালে যশোদলের গাছের ডালে মিষ্টি রোদ পোহাচ্ছে জোড়া কাঠ শালিক। কিশোরগঞ্জ। ছবি: সংগৃহীত 


৪ / ২০

প্রকৃতির কারুকার্য! রাঙামাটির নতুন পাড়ার তালগাছে পরম মমতায় বাসা বুনছে বাবুই দম্পতি। তাদের নিপুণ বুননে তৈরি হচ্ছে এক নিরাপদ নীড়। ছবি: সংগৃহীত 


৫ / ২০

শীতের আগমনী বার্তা! কুয়াশার চাদরে মোড়ানো রাঙামাটির মধ্যপাড়ায় ভোরের নরম আলোয় ট্রাক্টর দিয়ে জমি প্রস্তুত করছেন এক পাহাড়ী চাষি। ১৫ নভেম্বর। ছবি: সংগৃহীত


৬ / ২০

নিপুণ দক্ষতায় জাল বুনে চলেছে এক শিল্পী মাকড়সা। দৃশ্যটি বান্দরবানের ডলুপাড়ার, ১৫ নভেম্বর। ছবি: সংগৃহীত

৭ / ২০

কিশোরগঞ্জের বিস্তীর্ণ বড় হাওরে ঠেলা জাল দিয়ে মাছ শিকারে ব্যস্ত দুই মৎস্যজীবী। ছবিটি ১৫ নভেম্বরের, যা সংগৃহীত।


৮ / ২০

নিজের বাগানের তাজা কুমড়ো ফুল নিয়ে খুচরা বিক্রি করতে এসেছেন এই ব্যক্তি। খুলনার রায়েরমহল থেকে তোলা ছবি। ১৫ নভেম্বর


৯ / ২০

নতুন মৌসুমের প্রস্তুতি! খুলনার রায়েরমহলে গত মৌসুমের পুরোনো ধান সেদ্ধ করছেন এক কৃষক। স্থানীয় ধানের চাহিদা মেটাতে এই ঐতিহ্যবাহী প্রক্রিয়া আজও গুরুত্বপূর্ণ। ১৫ নভেম্বর, ছবি: সংগৃহীত।


১০ / ২০

রাজশাহীর বানেশ্বর হাটে তাজা পান কৃষকের কাছ থেকে সংগ্রহ করে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা। ছবি: সংগৃহীত


১১ / ২০

মহাসড়কেই হাট, থমকে গতি! বানেশ্বর হাট (পুঠিয়া, রাজশাহী) সংলগ্ন রাজশাহী–ঢাকা মহাসড়ক দখল করে বসানো অস্থায়ী বাজারের কারণে ১৫ নভেম্বর তীব্র যানজটে আটকা পড়েন দূরপাল্লার যাত্রীরা।


১২ / ২০

নগরীর বিভাজকে সবুজ বিপ্লব! ১৫ নভেম্বর কুমিল্লার লাকসামের কৃষ্ণপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মধ্যবর্তী বিভাজক (ডিভাইডার) সবজি চাষের উপযোগী করে প্রস্তুত করছে এক কিশোর। ফেলে রাখা সরকারি জমিতে স্থানীয়দের এই উদ্যোগ পরিবেশবান্ধব কৃষি চেতনার পরিচয় বহন করছে।


১৩ / ২০

কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন' স্লোগানকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন উপলক্ষে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের একটি শোভাযাত্রা মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে দিয়ে যাচ্ছে। রংপুর, ১৫ নভেম্বর। ছবি: সংগৃহীত 


১৪ / ২০

মাছ শিকারে মেছো ইগলের ক্ষিপ্রতা! গাজীপুরের শ্রীপুরের বারতোপায় পুকুরের পাড়ে বাঁশের খুঁটিতে শিকারের অপেক্ষায় তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে এক মেছো ইগল। অসাধারণ এই দৃশ্যটি ক্যামেরাবন্দী হয়েছে ১৫ নভেম্বর।


১৫ / ২০

সোমবার কার্তিক পূজা: উৎসবের আগে দেবতাকে বরণ করার প্রস্তুতি। বরিশালের শ্রী শ্রী হরি ঠাকুরের মন্দিরের সামনে কারিগরেরা নিয়ে এসেছেন সুসজ্জিত কার্তিক প্রতিমা। ছবি: সংগৃহীত, স্থান: শ্রী শ্রী হরি ঠাকুরের মন্দির, বরিশাল, ১৫ নভেম্বর


১৬ / ২০

হাটে সবজির চারা, প্রস্তুতি শীতের! বরিশালের হাটখোলায় সাপ্তাহিক হাটে নানা ধরনের গাছের পাশাপাশি শীতকালীন সবজির চারা বিক্রি হচ্ছে। ১৫ নভেম্বর। ছবি: সংগৃহীত


১৭ / ২০

ডেঙ্গুর ছোবল: ওয়ার্ড ছাপিয়ে মেঝেতে চিকিৎসা! ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ এতটাই বেড়েছে যে, ডেঙ্গু আক্রান্তদের হাসপাতালের বারান্দা ও মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে।


১৮ / ২০

বীজ সংরক্ষণে গ্রামীণ উদ্যম: সাপ্তাহিক হাটে নানা ধরনের দেশীয় সবজি ও ফসলের বীজ নিয়ে বসেছেন এক বিক্রেতা। বরিশাল হাটখোলা, ১৫ নভেম্বর। এই ঐতিহ্যবাহী হাট গ্রামীণ কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছবি: সংগৃহীত


১৯ / ২০

মশাল জ্বেলে রাত জাগা: জুড়ীর লাঠিটিলা-ডোমাবাড়ী সীমান্তের কৃষকরা বন্য শূকর ও হাতির আক্রমণ থেকে তাদের ফসল রক্ষায় বাঁশের খুঁটিতে তৈরি করেছেন এই মাচার ঘর। এই ঘরে বসেই মশাল জ্বালিয়ে রাতভর চলে তাদের সংগ্রাম। মৌলভীবাজার, ১৫ নভেম্বর। ছবি: সংগৃহীত


২০ / ২০

সকালের স্নিগ্ধ রোদে ছাতা হাতে নিজের ফসলের খেত দেখছেন এক পরিশ্রমী কৃষক। বিটেশ্বর, দাউদকান্দি, কুমিল্লা, ১৫ নভেম্বর। ছবি: সংগৃহীত।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.