২ / ৯
-67d1d6336702e.jpg)
যমুনা নদীতে জেলে রাসেল হাওলাদার জালে ধরা পড়েছে প্রায় আট কেজি ওজনের একটি মাছ। বিক্রির জন্য মাছটি ক্রেতাকে দেখানো হচ্ছে। রৌহদহ খেয়াঘাট, সারিয়াকান্দি, বগুড়া। ছবি: সংগৃহীত
৩ / ৯
-67d1d64558feb.jpg)
যমুনা নদীর ধারে ফুটে আছে শলুক ফুল। চন্দনবাইশা, সারিয়াকান্দি, বগুড়া। ছবি: সংগৃহীত
৪ / ৯
-67d1d65020aac.jpg)
খেলনা পাখি ফেরি করছেন এক বিক্রেতা। বান্দ রোড, বরিশাল। ছবি: সংগৃহীত
৫ / ৯
-67d1d6652a0cd.jpg)
গবাদিপশুর জন্য চর থেকে ঘাস কেটে আনা হয়েছে। পশ্চিম চরাইচা, শায়েস্তাবাদ, বরিশাল। ছবি: সংগৃহীত
৬ / ৯
-67d1d670b4ebb.jpg)
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। বাঘের বাজার, গাজীপুর। ছবি: সংগৃহীত
৭ / ৯
-67d1d67d2d877.jpg)
ধানের খেতে খাবারের সন্ধানে বকের দল। দেবীতলা, বটিয়াঘাটা, খুলনা। ছবি: সংগৃহীত
৮ / ৯
-67d1d6868a3ef.jpg)
গ্রামে ঘুরে ঘুরে শজনে কিনে সবজির আড়তে বসে আঁটি বাঁধছেন বিক্রেতারা। খড়িয়া, বটিয়াঘাটা, খুলনা। ছবি: সংগৃহীত
৯ / ৯

সড়কের পাশে সূর্যমুখীর খেত দেখে অটোরিকশা থামিয়ে সেলফি তুলছেন এক চালক। সরারচর সড়ক, বাজিতপুর, কিশোরগঞ্জ। ছবি: সংগৃহীত