× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একপলক

একপলক [৩১ ডিসেম্বর ২০২৪]

৩১ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৭ পিএম । আপডেটঃ ৩১ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৭ পিএম

নতুন বছরের সরকারি ছুটির তালিকা সংবলিত বর্ষপঞ্জিকা বিক্রির জন্য ঘুরছেন এই বিক্রেতা। ট্রাফিক মোড়, পাবনা। ছবি: সংগৃহীত


২ / ২১


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’ সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে আগত মানুষের একাংশ। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। ছবি: সংগৃহীত 


৩ / ২১


নতুন বই বিতরণের জন্য স্কুলে নেওয়া হচ্ছে। আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল, ঢাকা। ছবি: সংগৃহীত 


৪ / ২১


বাড়ির উঠানে বাঁশ দিয়ে মাছের ঝাঁকা তৈরি করছেন কারিগর রমেশ চন্দ্র দাস। প্রতিটি ঝাঁকা পাইকারিতে ৬০ টাকা দরে বিক্রি করা হবে । চণ্ডীপুর, ফরিদপুর। ছবি: সংগৃহীত


৫ / ২১


মেঘনা নদীতে খাঁচায় চাষ করা মাছের পরিচর্যা করছেন এক ব্যক্তি। সৈয়দখারকান্দি, দাউদকান্দি, কুমিল্লা। ছবি: সংগৃহীত 


৬ / ২১


বাড়ির পাশে নিজের করা শীতকালীন সবজির বাগানে পাইপের সাহায্যে সেচ দিচ্ছেন কৃষক আকবর মোল্লা। বিষ্ণুপুর, ফরিদপুর। ছবি: সংগৃহীত 


৭ / ২১


ঠান্ডা থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন দুই ব্যক্তি। হাসনাবাজার, রংপুর। ছবি: সংগৃহীত


৮ / ২১


সাঙ্গু নদের পানি কমে গেছে। এতে নদের মাঝে চর জেগেছে। ফলে প্রায়ই নৌযান চলাচলে বাধার সম্মুখীন হতে হচ্ছে। গুলশান, বান্দরবান। ছবি: সংগৃহীত 


৯ / ২১


কুয়াশার মধ্যে ঝুঁকিপূর্ণভাবে যাওয়ার চেষ্টা একটি যানবাহনের। রংপুর-দিনাজপুর মহাসড়ক, হাজীরহাট, রংপুর। ছবি: সংগৃহীত


১০ / ২১


বাঁশের তৈরি মই বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। প্রতিটি মই ৫০০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হবে। বুড়িচং, কুমিল্লা। ছবি: সংগৃহীত


১১ / ২১


‘তারুণ্যের উৎসব ২০২৫’ শিরোনামে বর্ণাঢ্য র‍্যালি। জেলা প্রশাসক কার্যালয় ফটক, বান্দরবান। ছবি: সংগৃহীত 


১২ / ২১


খেজুরের রস খেতে এসেছে পাখি। বুড়িচং, কুমিল্লা। ছবি: সংগৃহীত 


১৩ / ২১


ঠান্ডায় জবুথবু হয়ে বসে আছেন এক বৃদ্ধ। চিল্লিপাড়া, সোনাতলা, বগুড়া। ছবি: সংগৃহীত


১৪ / ২১


বেতের তৈরি সোফা রং–পালিশ করার আগে ঘষে নিচ্ছেন এক শ্রমিক। রং করার পর প্রতিটি বেতের সোফা বিক্রি করা হবে সাত হাজার টাকায়। বয়রা কলেজ মোড়, খুলনা। ছবি: সংগৃহীত 


১৫ / ২১


ঘন কুয়াশার মধ্যে আলুখেতে কাজ করছেন একদল কৃষিশ্রমিক। আকচা, ঠাকুরগাঁও। ছবি: সংগৃহীত 


১৬ / ২১


পাহাড় থেকে কমলা নিয়ে নৌকায় করে রাঙামাটি শহরে এসেছেন বাগানিরা। এখান থেকে পাইকারি ব্যবসায়ীরা কিনে নিয়ে যান। সমতা ঘাট, রাঙামাটি। ছবি: সংগৃহীত


১৭ / ২১


পদ্মা নদীতে নৌকা নিয়ে মাছ ধরছেন কয়েকজন মৎস্যজীবী। শিলাইদহ ঘাট, কুষ্টিয়া। ছবি: সংগৃহীত


১৮ / ২১


পাহাড়ে হানিকুইন জাতের আনারসের ফলন আশানুরূপ হয়েছে। সুস্বাদু এ আনারসের চাহিদা রয়েছে সারা দেশে। শহর থেকে আসা পাইকারেরা ভিড় করেছেন আনারস কিনতে। সমতা ঘাট, রাঙামাটি। ছবি: সংগৃহীত


১৯ / ২১


নানা ধরনের তৈজসপত্র সাইকেলে নিয়ে বিক্রির জন্য বের হয়েছেন এক ব্যক্তি। দপদপিয়া সেতু, বরিশাল। ছবি: সংগৃহীত


২০ / ২১


অস্তাচলের রাঙা সূর্য জানান দিচ্ছে দিনের সমাপ্তি। একই সঙ্গে বিদায় নিচ্ছে ২০২৪ সাল। নতুন আশা, নতুন স্বপ্ন নিয়ে শুরু হবে নতুন বছর। পদ্মাঘাট, পাবনা। ছবি: সংগৃহীত


২১ / ২১


শর্ষে ফুলে ভরে গেছে খেত। খেতের মধ্যের আইল ধরে হেঁটে কাজে যাচ্ছেন এক নারী। বাওশা, চাটমোহর, পাবনা। ছবি: সংগৃহীত

বিষয় : একপলক

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.