× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একপলক

একপলক [৫ ডিসেম্বর ২০২৪]

০৬ ডিসেম্বর ২০২৪, ০১:৪৬ এএম । আপডেটঃ ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:৪৬ এএম

সাতসকালে শোভা ছড়াচ্ছে জোড়া গোলাপ। পল্লি উন্নয়ন একডেমি চত্বর, শেরপুর, বগুড়া। ছবি: সংগৃহীত


২ / ২১


ভারতে বাংলাদেশের দূতাবাসে হামলা ও জাতীয় পতাকার অবমাননার বিরুদ্ধে কবি, লেখক, শিল্পীদের প্রতিবাদী মানববন্ধন। এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচির আয়োজক জাতীয় কবিতা পরিষদ। জাতীয় প্রেসক্লাবের সামনে, ঢাকা। ছবি: সংগৃহীত 


৩ / ২১


বংশপরম্পরায় পারিবারিক পেশা ধরে রেখেছেন বাবলু চন্দ্র শীল। গ্রামীণ হাটে চুল কেটে জীবিকা নির্বাহ করেন তিনি। নয়মাইল হাট, শাজাহানপুর, বগুড়া। ছবি: সংগৃহীত 


৪ / ২১


সিমেন্ট দিয়ে তৈরি করা হচ্ছে টব। বাড়িতে ছাদবাগানে এসব টব ব্যবহার করা হয়। আকারভেদে প্রতিটি টব বিক্রি হয় ১৫০ থেকে ২৫০ টাকায়। খানুয়া, সিলেট। ছবি: সংগৃহীত 


৫ / ২১


আকন্দ ফুলের মধু পান করতে ছুটে আসছে কালো ভ্রমর। ভেষজ চিকিৎসায় বহুল ব্যবহৃত হয় এই গাছ। বয়রা কাশিনাথপুর, পাবনা। ছবি: সংগৃহীত 


৬ / ২১


খেতে সেচ দেওয়ার জন্য সেচযন্ত্র নিয়ে যাচ্ছেন দুই কৃষক। খানুয়া, সিলেট। ছবি: সংগৃহীত 


৭ / ২১


যন্ত্র থাকলেও কৃষক দিয়ে ধান মাড়াইয়ের কাজ চলছে। এভাবে ধান মাড়াই করলে খড়গুলো ভালো থাকে, পাওয়া যায় ভালো দাম। তাই যন্ত্রটি ব্যবহার করা হচ্ছে না। মনিদহ, পাবনা। ছবি: সংগৃহীত


৮ / ২১


শীতে খড়ের মধ্যে শুয়ে সকালের নরম রোদ গায়ে মাখছে কুকুরটি। দক্ষিণ সুরমার খালপাড়, সিলেট। ছবি: সংগৃহীত


৯ / ২১


গ্রামের মেঠোপথে সাইকেল নিয়ে চলেছে এক শিশু। চর বিশ্বনাথপুর, সুজানগর, পাবনা। ছবি: সংগৃহীত


১০ / ২১


সকালের ঠান্ডা উপেক্ষা করে বীজতলায় ধানের বীজ ছিটাচ্ছেন এক কৃষক। হারাটি, রংপুর। ছবি: সংগৃহীত 


১১ / ২১


দূরের পুকুর থেকে পানি এনে গবাদিপশুকে পান করাচ্ছেন এক নারী। চর গঙ্গামতি, কলাপড়া, পটুয়াখালী। ছবি: সংগৃহীত


১২ / ২১


শীতের সকালে নাতনিকে নিয়ে বাইরে বেরিয়েছেন এক নারী। বুড়িরহাট সড়ক, রংপুর। ছবি: সংগৃহীত 


১৩ / ২১


পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চর গঙ্গামতি এলাকায় যাওয়ার একমাত্র রাস্তা বেহাল। কলাপাড়া, পটুয়াখালী। ছবি: সংগৃহীত


১৪ / ২১


স্লুইস গেটের বাঁধের ওপর ক্রিকেট খেলছে একদল শিশু। মদনখালী, ডিক্রির চর, ফরিদপুর। ছবি: সংগৃহীত 


১৫ / ২১


বাড়ির সামনে শর্ষে খেতে খেলায় মেতেছে শিশুরা। উজানপুর, রাজশাহী। ছবি: সংগৃহীত


১৬ / ২১


বাড়ির সামনে লাগানো শিমগাছ থেকে শিম তুলছেন এক পাহাড়ি তরুণী। বোদিপুর, রাঙামাটি। ছবি: সংগৃহীত 


১৭ / ২১


সাতসকালে খেত থেকে বিভিন্ন জাতের সবজি তুলে ট্রাকে বোঝাই করছেন কৃষক। সুবর্ণপুর, কুমিল্লা। ছবি: সংগৃহীত


১৮ / ২১


বাড়ির পাশের খোলা ভিটায় সেদ্ধ ধান শুকাচ্ছেন এক নারী। তাম্বুলখানা, কৈজুর, ফরিদপুর। ছবি: সংগৃহীত 


১৯ / ২১


খেজুরগাছের রস সংগ্রহ করার জন্য এক গাছি মাটির হাঁড়ি নিয়ে গন্তব্যে যাচ্ছেন। সাতরা, কুমিল্লা। ছবি: সংগৃহীত


২০ / ২১


ফুলের মধু খেতে এসেছে একটি পাখি। স্বর্গপুর বন ভাবনা কেন্দ্র, রাঙামাটি। ছবি: সংগৃহীত 


২১ / ২১


খেত থেকে তোলা কাঁচা টমেটো পাকানোর জন্য রাসায়নিক স্প্রে করা হচ্ছে। হেলিপ্যাড লালবাগ, গোদাগাড়ী, রাজশাহী। ছবি: সংগৃহীত 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.