× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একপলক

একপলক [৩ ডিসেম্বর ২০২৪]

০৫ ডিসেম্বর ২০২৪, ০১:০১ এএম । আপডেটঃ ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:০২ এএম

কুয়াশামাখা শীতের ভোরে মাছ শিকারের জন্য বিলের দিকে রওনা হয়েছেন এক মাছশিকারি। রহুল বিল, ভাঙ্গুড়া, পাবনা। ছবি: সংগৃহীত


২ / ২৬


দেরিতে হলেও দেশে শীত অনুভূত হতে শুরু করেছে। বিশেষ করে উত্তরের জেলাগুলোতে। তাই জমে উঠেছে শীতের কাপড়ের কেনাবেচা। কম দামে শীতের কাপড় কিনতে রাস্তার পাশের টংদোকানে ভিড় করেছেন ক্রেতারা। আবদুল হামিদ সড়ক, পাবনা। ছবি: সংগৃহীত 


৩ / ২৬


আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতা–কর্মীরা। সদর রোড, বরিশাল। ছবি: সংগৃহীত 


৪ / ২৬


সকাল সকালই বাড়ির উঠানে তাফালে ধান সেদ্ধ করে নিচ্ছেন এক গৃহবধূ। সেদ্ধ ধান শুকানোর পর মিল থেকে সেগুলো ভাঙিয়ে চাল করে আনা হবে। দয়ারামপুর, গেরদা, ফরিদপুর। ছবি: সংগৃহীত


৫ / ২৬


ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলে নেতা-কর্মীরা। পিকচার প্যালেস মোড় , খুলনা। ছবি: সংগৃহীত 


৬ / ২৬


বাড়িতে ধান মজুত করতে হাট থেকে ঢোল কিনে এনেছেন এই কৃষক। ঢোল আরও মজবুত করতে এখন নিজের হাতে গুনা দিয়ে সেটি আবার বেঁধে নিচ্ছেন। দয়ারামপুর, গেরদা, ফরিদপুর। ছবি: সংগৃহীত


৭ / ২৬


ভারতীয় দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। দূতাবাসের সামনের সড়কের প্রবেশমুখে গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করছেন সেনাসদস্যরা। বারিধারা, ঢাকা। ছবি: সংগৃহীত


৮ / ২৬


দিনভর খাবারের খোঁজে ওড়াউড়ি শেষে সন্ধ্যা নামার মুখে মরা গাছের ডালে আশ্রয় নিয়েছে একঝাঁক পাখি। বুরবুড়িয়া, কুমিল্লা। ছবি: সংগৃহীত 


৯ / ২৬


অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে পুরস্কারজয়ীরা। মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত


১০ / ২৬


সবুজ রঙের আলু লতায় খেত প্রায় পরিপূর্ণ। বুড়িচং, কুমিল্লা। ছবি: সংগৃহীত


১১ / ২৬


হেমন্তের রৌদ্রোজ্জ্বল সকালে চা–পাতা সংগ্রহ করছেন শ্রমিকেরা। সদর উপজেলা, পঞ্চগড়। ছবি: সংগৃহীত 


১২ / ২৬


মাথায় করে বাড়ি বাড়ি ঘুরে বাঁশের তৈরি ঝাঁকা (স্থানীয় নাম ওড়া) বিক্রি করেন আমেনা বেগম। জগন্নাথপুর, কুমিল্লা। ছবি: সংগৃহীত 


১৩ / ২৬


কিছুদিন ধরে গড়াই নদে কুমির দেখা যাচ্ছে। কুমির দেখতে প্রতিদিন নদের পাড়ে ভিড় করছেন অনেকে। জুগিয়া ভাটাপাড়া, কুষ্টিয়া। ছবি: সংগৃহীত 


১৪ / ২৬


জমির আমন ধান কাটতে ব্যস্ত একদল কৃষক। মহিষমুড়া, কাহালু, বগুড়া। ছবি: সংগৃহীত 


১৫ / ২৬


নজরদারি না থাকায় আবাদি জমিতে ইটভাটা নির্মাণ বেড়েই চলেছে। এতে ফসলের ক্ষতির পাশাপাশি বাড়ছে পরিবেশদূষণ। মনিদহ, মালিগাছা, পাবনা। ছবি: সংগৃহীত


১৬ / ২৬


কাপ্তাই হ্রদের ওপর তৈরি বাঁশের সাঁকো পেরিয়ে স্কুলে যাচ্ছে এক কিশোরী। চলাচলের সুবিধার জন্য এলাকাবাসী এ সাঁকো তৈরি করেছেন। স্থানীয় লোকজন ঝুঁকি নিয়ে এ সাঁকো পারাপার হয়। পা ফসকে গেলেই গিয়ে পড়তে হবে নিচের কাপ্তাই হ্রদের পানিতে। আদাম কুমড়া টিলা, রাঙামাটি। ছবি: সংগৃহীত


১৭ / ২৬


বাড়ির পাশে মরিচখেত। সকাল সকাল খেতে পানি দিচ্ছেন এক নারী। গোয়াইনঘাট, সিলেট। ছবি: সংগৃহীত 


১৮ / ২৬


সকালের ঝলমলে রোদে বাহারি রঙের লম্বা ঠোঁটের মৌটুসি পাখি ফুলের মধু খেতে ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে। লেমুছড়ি, রাঙামাটি। ছবি: সংগৃহীত


১৯ / ২৬


খাল-বিল-নদীতে পানি কমতে শুরু করেছে। কম পানিতে মাছ ধরতে জাল পেতেছেন জেলে। স্থানীয়ভাবে এই জাল ‘খরা’ নামে পরিচিত। হাদল, ফরিদপুর, পাবনা। ছবি: সংগৃহীত 


২০ / ২৬


শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদের পানি কমে জেগে উঠেছে জমি। সেই জমিতে চলছে ধানের চারা রোপণ। সাধনাপুর, রাঙামাটি। ছবি: সংগৃহীত 


২১ / ২৬


আলুর বীজ বপনের কাজে ব্যস্ত নারী কৃষিশ্রমিকেরা। এ কাজে তাঁরা দৈনিক মজুরি পাচ্ছেন ২৫০ থেকে ৩০০ টাকা। গঙ্গাচড়া, রংপুর। ছবি: সংগৃহীত


২২ / ২৬


বরিশাল সিটি করপোরেশনের গ্রিন সিটি পার্কের সামনের জায়গা দখল করে সেখানে অবৈধভাবে দোকান বসানো হয়েছে। এতে নষ্ট হয়েছে পার্কের সামনের পরিবেশ। বেলস পার্ক, বরিশাল। ছবি: সংগৃহীত


২৩ / ২৬


আলুর বীজ বপনের আগে লাঙল দিয়ে খেত প্রস্তুত করছেন একদল কৃষিশ্রমিক। ধনীপাড়া, গঙ্গাচড়া, রংপুর। ছবি: সংগৃহীত 


২৪ / ২৬


রোদে বড়ি শুকাতে দিচ্ছেন একজন নারী। চালকুমড়া ও কলাইয়ের ডাল মিশিয়ে বড়ি প্রস্তুত করা হয়। খর্ণিয়া, ডুমুরিয়া, খুলনা। ছবি: সংগৃহীত 


২৫ / ২৬


সাইকেলে করে শিশুদের শীতের পোশাক বিক্রি করতে বেরিয়েছেন ব্যবসায়ী। বত্তরবিল, রংপুর। ছবি: সংগৃহীত 


৬ / ২৬


ধুন্দুল ফুলের মধু খেতে মগ্ন একটি প্রজাপতি। বিল পাবলা, ডুমুরিয়া , খুলনা। ছবি: সংগৃহীত 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.