× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একপলক

একপলক [২৮ নভেম্বর ২০২৪]

২৯ নভেম্বর ২০২৪, ১৮:৩৩ পিএম । আপডেটঃ ২৯ নভেম্বর ২০২৪, ১৮:৩৩ পিএম

সমাজসেবা অধিদপ্তর দপ্তর কর্তৃপক্ষের উদ্যোগে আগারগাঁও থেকে ভাসমান ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য নিয়ে যাওয়া হয়। আগারগাঁও, ঢাকা। ছবি: সংগৃহীত


২ / ১৮


রাজধানীর আগারগাঁওয়ের রোকেয়া সরণিতে ভ্রাম্যমাণ খাবারের দোকান উচ্ছেদে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি করপোরেশন। আগারগাঁও, ঢাকা। ছবি: সংগৃহীত 


৩ / ১৮


পথের ধারে ফোটা বুনোফুলের ওপর বসেছে রঙিন প্রজাপতি। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। ছবি: সংগৃহীত 


৪ / ১৮


কাগজ দিয়ে ঠোঙা তৈরি করে তা রোদে শুকাতে দেওয়া হচ্ছে। প্রতি কেজি ঠোঙা বিক্রি হয় ১০০ টাকা দরে। ছোটরা মফিজাবাদ, কুমিল্লা। ছবি: সংগৃহীত 


৫ / ১৮


খাবারের সন্ধানে কাদামাটিতে একটি পাখি। সুবর্ণপুর, কুমিল্লা। ছবি: সংগৃহীত 


৬ / ১৮


কুঁচে ধরার জন্য বাঁশের তৈরি ফাঁদ। খালে-বিলে এই ফাঁদ পেতে কুঁচে ধরে বিক্রি করেন এই ব্যক্তি। বৈলালদী, দাউদকান্দি, কুমিল্লা। ছবি: সংগৃহীত 


৭ / ১৮


বিদ্যালয়ের মাঠে মেয়েদের হকি খেলার কলাকৌশল শেখানো হচ্ছে। ঠাকুরগাঁও। ছবি: সংগৃহীত 


৮ / ১৮


বিদ্যালয়গুলোতে শুরু হয়েছে বার্ষিক পরীক্ষা। পরীক্ষা দিতে দল বেঁধে যাচ্ছে শিক্ষার্থীরা। পানাপুকুর, গঙ্গাচড়া, রংপুর। ছবি: সংগৃহীত 


৯ / ১৮


গৃহস্থালির কাজের জন্য এঁটেল মাটি নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। গঙ্গাচড়া, রংপুর। ছবি: সংগৃহীত 


১০ / ১৮


খেজুরের রস আহরণের জন্য গাছে হাঁড়ি বাঁধছেন দুই গাছি। গঙ্গাবরদি, ফরিদপুর। ছবি: সংগৃহীত 


১১ / ১৮


সুচালো ঠোঁট মৌটুসি পাখি কলার মোচার ফুলের রস খেতে এসেছে। লুম্বিনী সাধনাপুর পাহাড়, রাঙামাটি। ছবি: সংগৃহীত 


১২ / ১৮


শীতের দিনে শুরু হয় পিঠা খাওয়ার ধুম। একসঙ্গে আটটি চুলায় পিঠা বানাচ্ছেন একজন। ঘোড়াস্ট্যান্ড, পাবনা। ছবি: সংগৃহীত 


১৩ / ১৮


খালের পাশে শজনেগাছের ডালে বসে মাছ শিকারের অপেক্ষায় মাছরাঙা। দেবীতলা, বটিয়াঘাটা, খুলনা। ছবি: সংগৃহীত 


১৪ / ১৮


সাদা ফুলে বসেছে প্রজাপতি। চর শোলাকিয়া, কিশোরগঞ্জ। ছবি: সংগৃহীত 


১৫ / ১৮


সড়কের কাজের জন্য পিচ গলাচ্ছেন শ্রমিক। এ কাজে দৈনিক ৭০০ টাকা মজুরি পান তিনি। শিববাড়ি মোড়, খুলনা। ছবি: সংগৃহীত 


১৬ / ১৮


খেতের পাশে বসে পেঁয়াজের কলি বা ফুলকির ওজন মাপছেন এক ব্যক্তি। শীতের সবজি হিসেবে এর বেশ চাহিদা রয়েছে। মানিকদিয়ার, সুজানগর, পাবনা। ছবি: সংগৃহীত 


১৭ / ১৮


ব্লিডিং হার্ট ফুল সৌন্দর্য ছড়াচ্ছে। তংচংগ্যাপাড়া, রাঙামাটি। ছবি: সংগৃহীত 


১৮ / ১৮


পৌরসভার সব বর্জ্য-আবর্জনা ট্রাকে করে এনে ফেলা হচ্ছে নদীর পাড়ে। এতে ব্যাপকভাবে দূষিত হচ্ছে নদীর পরিবেশ। চর বিশ্বনাথপুর, সুজানগর, পাবনা। ছবি: সংগৃহীত 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.