× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একপলক

একপলক [২২ নভেম্বর ২০২৪]

২৩ নভেম্বর ২০২৪, ২০:৪৭ পিএম । আপডেটঃ ২৩ নভেম্বর ২০২৪, ২০:৪৭ পিএম

বেডের ওপর ভাসমান পদ্ধতিতে বিভিন্ন সবজির চারা উৎপাদন ও চাষ করেছেন স্থানীয় কৃষকেরা। এটি ধাপ চাষ নামে পরিচিত। জোয়ারের পানিতে জমি তলিয়ে যাওয়ার কারণে এই পদ্ধতিতে নানা ধরনের সবজির চারা উৎপাদন ও চাষ করা হয়। জমিতে জোয়ারের পানি চলে এলে পানির ওপর বেডগুলো ভেসে থাকে। প্রথমে কচুরিপানা একসঙ্গে রশি দিয়ে বেঁধে তার ওপর ধুন্দুল (বুনো লতা) দেওয়া হয়। এরপর ফেনা (টেপাপানা) দিয়ে ভাসমান বীজতলা তৈরি করেন কৃষকেরা। বীজতলায় বীজ বপন করে উৎপাদন করা হয় চারা। সেই চারা প্রতিটি পাইকারদের কাছে বিক্রি করা হয় ৪ থেকে ৮ টাকায়। এগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়। উমারেরপাড়, বিশারকান্দি, বানারীপাড়া উপজেলা, বরিশাল। ছবি: সংগৃহীত


২ / ২১


দৌলতদিয়া ফেরিঘাটের কাছে নদীতে নাব্যতা বাড়াতে এক মাস ধরে ড্রেজিং করা হচ্ছে। আজ শুক্রবার সকালে তোলা। গোয়ালন্দ, রাজবাড়ীছবি: সংগৃহীত


৩ / ২১


মাঠ থেকে আমন ধান নিয়ে গাড়িতে তুলছেন দুই ব্যক্তি। বিরল উপজেলার কালিয়াগঞ্জ শালবন এলাকার রানীপুর, দিনাজপুর। ছবি: সংগৃহীত


৪ / ২১


প্রতিটি মাচার জন্য ৫ হাজার টাকার টিকিট কেটে ৫টি করে বড়শি নিয়ে পুকুরে মাছ শিকারে নেমেছেন শৌখিন মৎস্যশিকারিরা। বিভিন্ন এলাকা থেকে আসা শিকারিরা ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাছ শিকার করবেন। মাছও পাওয়া যাচ্ছে বেশ ভালো। বদরপুর এলাকা, ফরিদপুর। ছবি: সংগৃহীত


৫ / ২১


নিচু জলাশয়ের পানি শুকিয়ে গেলে সেই পতিত জমিতে রসুনের দানা বুনছেন নারীরা। মাটি নরম থাকায় কোনো রকম চাষ ছাড়াই এই কাজ করছেন তাঁরা। আগামী চৈত্র মাসে ঘরে উঠবে এই রসুন। বড় মাটিয়াবাড়ি, পাবনা। ছবি: সংগৃহীত


৬ / ২১


শীতের আগমনে গাছিদের কাজ শুরু হয়েছে। রস সংগ্রহের জন্য গাছে গাছে হাঁড়ি বাঁধছেন গাছি শাহীন আলম। দুই যুগের বেশি সময় ধরে রস থেকে খেজুরের পাটালি গুড় তৈরি করে বাজারে বিক্রি করেন তিনি। মাহমুদপুর, পাবনা। ছবি: সংগৃহীত


৭ / ২১


শীতে খেজুরগাছের রস আহরণে প্রয়োজন হয় মাটির তৈরি হাঁড়ির। পালপাড়ায় মাটি দিয়ে রসের হাঁড়ি তৈরি শেষে বাড়ির উঠানে রোদে শুকাচ্ছেন কারিগর ধীমান চন্দ্র পাল। প্রতিটি হাঁড়ি পাইকারদের কাছে ৪০ টাকা দরে বিক্রি করবেন তিনি। বাহিরদিয়া এলাকা, ফরিদপুর। ছবি: সংগৃহীত


৮ / ২১


সনাতনী সম্প্রদায়ের ৮ দফা দাবিতে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আয়োজনে বিভাগীয় মহাসমাবেশে মাহিগঞ্জ সরকারি কলেজ মাঠে জনসমাগম। রংপুর। ছবি: সংগৃহীত


৯ / ২১


পুকুর থেকে মাছ শিকার করে পানকৌড়ির উড়াল। চন্দনীমহল, দিঘলিয়া উপজেলা, খুলনা। ছবি: সংগৃহীত


১০ / ২১


ফুলের মধু আহরণে ছুটে বেড়াচ্ছে মৌটুসি পাখি। সরকারি আজিজুল হক কলেজ চত্বর। ছবি: সংগৃহীত


১১ / ২১


শুরু হয়েছে আমন ধান কাটা। এতে চাহিদা বেড়েছে বাঁশ ও বেতের তৈরি ওড়ার। সড়কের পাশে এক ভ্রাম্যমাণ ব্যবসায়ী ওড়া নিয়ে বসেছেন বিক্রির জন্য। প্রতিটি ওড়া আকারভেদে ১৫০-২০০ টাকার মধ্যে বিক্রি করছে। বুড়িচং উপজেলার ফকির বাজার এলাকা, কুমিল্লা। ছবি: সংগৃহীত


১২ / ২১


কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে যাচ্ছে। জেগে উঠেছে চর। সেখানে শামুক–ঝিনুক খুঁজছেন পাহাড়ি নারী। রাঙামাটি শহরের রাঙ্গাপানি গ্রাম এলাকা। ছবি: সংগৃহীত 


১৩ / ২১


ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জাতীয় ঈদগাহের সামনের সড়ক। ছবি: সংগৃহীত


১৪ / ২১


বুড়িগঙ্গা নদীর নোংরা পানিতে লন্ড্রির কাপড় ধোয়া হয় প্রতিদিন। পরে সেগুলো নোংরা পরিবেশে রোদে শুকানো হয়। নোংরা পানিতে ধোয়া এসব কাপড়ে থাকতে পারে জীবাণু। পোস্তগোলা ব্রিজ এলাকা। ছবি: সংগৃহীত


১৫ / ২১


বিশ্বের ১২০টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান তৃতীয়। ধুলাবালুর কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছেন নগরবাসী। শ্যামপুর এলাকা। ছবি: সংগৃহীত


১৬ / ২১


সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রামে গোলাপগাছে শীত আসতেই শুরু হয়ে গেছে বিশেষ পরিচর্যা। গাছের গোড়ায় গোবর সার, রাসায়নিক সার দেওয়া হচ্ছে। নিড়ানির কাজে ব্যস্ত শ্রমিকেরা। নিড়ানির কাজে দিনে প্রতি শ্রমিকের মজুরি ৫০০ টাকা। গোলাপ গ্রাম, বিরুলিয়া, সাভার, ঢাকা। ছবি: সংগৃহীত


১৭ / ২১


ব্যাটারিচালিত রিকশাচালকেরা জুরাইন রেলগেট এলাকা অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিপেটা করে তাঁদের সরিয়ে দেয়। ঢাকা। ছবি: সংগৃহীত


১৮ / ২১


‘গুমের জবানবন্দি ও স্মৃতির প্রতিরোধ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিগত সরকারের আমলে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনেরা। জাতীয় জাদুঘর। ছবি: সংগৃহীত


১৯ / ২১


খেলার জায়গার সংকট, তাই শিশু-কিশোরেরা বুড়িগঙ্গা নদীর দূষিত ও অস্বাস্থ্যকর পরিবেশেই টাওয়ারের সঙ্গে দড়ি বেঁধে দোল খেলায় মেতে উঠেছে। নদীর তীরবর্তী এলাকায় এ ধরনের পরিবেশে বসবাসকারীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। আশরাফাবাদ এলাকা, কামরাঙ্গীরচর। ছবি: সংগৃহীত


২০ / ২১


‘গণ–অভ্যুত্থানের নারীদের সংলাপ, নারীরা কোথায় গেল?’ শিরোনামের অনুষ্ঠানে ছাত্র–জনতার আন্দোলনে প্রাণ হারানো নারীদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও প্রদীপ প্রজ্বালন করা হয়। জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হল। ছবি: সংগৃহীত


২১ / ২১

 

বুড়িগঙ্গা নদীর ওপর আটিবাজার ও ঘাটারচর সড়কের সংযোগ সেতু নির্মাণকাজ শেষ হয়েছে অনেক দিন আগে। কিন্তু সংযোগ সড়ক তৈরি না হওয়ায় সেতুটি কাজে আসছে না। পথচারীদের চলাচলের জন্য অস্থায়ীভাবে সংযোগ সড়ক তৈরি করা হয়েছে। বাংলাদেশ রোডস অ্যান্ড হাইওয়ে সেতুটি নির্মাণ করে। আটিবাজার এলাকা, কেরানীগঞ্জ। ছবি: সংগৃহীত

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.