× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একপলক

একপলক [১৯ নভেম্বর ২০২৪]

১৯ নভেম্বর ২০২৪, ২১:১৮ পিএম । আপডেটঃ ১৯ নভেম্বর ২০২৪, ২১:১৯ পিএম

নদী থেকে বালু তোলা হয়েছে। বেলচা দিয়ে বালু স্তূপ করে রাখছেন এক শ্রমিক। সারা দিন কাজ করে মজুরি পাবেন ৭০০ টাকা। চামাউড়াকান্দি, সিলেট। ছবি: সংগৃহীত


২ / ৯


স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের আনাগোনা কমেছে ব্যস্ত হাজারী লেনে। কয়েকটি কারখানায় টুকটাক করছেন কারিগরেরা। হাজারী লেন, চট্টগ্রাম। ছবি: সংগৃহীত


৩ / ৯


নিজের বাগান থেকে বিক্রির জন্য কলার কাঁদি কেটে নিচ্ছেন কৃষক কাজল পাটোয়ারি। হাট গোবিন্দপুর , কৃষ্ণনগর, ফরিদপুর। ছবি: সংগৃহীত


৪ / ৯


পাথর কেটে শিল–পাটা তৈরি করছেন দুই ব্যক্তি। সেখানে ওড়া ধুলাবালুতে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা আছে তাঁদের। মহাস্থান সেতু এলাকা, শিবগঞ্জ, বগুড়া। ছবি: সংগৃহীত


৫ / ৯


বাড়ির উঠানে বাঁশের খিলাল রোদে শুকাতে দিয়েছেন আনজুনা বেগম। সেগুলো দিয়ে মাছ ধরার ফাঁদ ডারকি (ধিয়ার) তৈরি করে বিক্রি করেন তাঁরা। রানীর পাড়া, গাবতলী, বগুড়া। ছবি: সংগৃহীত


৬ / ৯


সকাল বেলা বিদ্যুতের তার ধরে খাবারের খোঁজে চষে বেড়াচ্ছে বানরটি। শাহি ঈদগাহ এলাকা, সিলেট। ছবি: সংগৃহীত


৭ / ৯


পানির ট্যাংক থেকে উপচে পড়ছে পানি। পানি পান করতে এসেছে বানরগুলো। শাহি ঈদগাহ এলাকা, সিলেট। ছবি: সংগৃহীত


৮ / ৯


আমন ধান কাটার মৌসুম আসছে। কামার ব্যস্ত কৃষকের জন্য ধান কাটার কাঁচি তৈরি করতে। এসব কাঁচি ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রি হবে। মিকশিমিল, ডুমুরিয়া, খুলনা। ছবি: সংগৃহীত


৯ / ৯


ঝোপঝাড়ে ডানা মেলে উড়ছে প্রজাপতি। থুকড়া, ডুমুরিয়া, খুলনা। ছবি: সংগৃহীত

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.