২ / ১৫
হেমন্তের সকালে শিশিরভেজা দূর্বাঘাস। পদ্মাঘাট, পাবনা। ছবি: সংগৃহীত
৩ / ১৫
প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে হেমন্তের রং। সাত সকালে নদীর জলে মাঝ শিকারে জাল ছুড়েছেন শৌখিন মৎস্য শিকারি। পদ্মাঘাট, পাবনা। ছবি: সংগৃহীত
৪ / ১৫
গ্রামের পথে খেলনা বিক্রি করতে বেড়িয়েছেন একজন। বৈকুণ্ঠপুর, রংপুর। ছবি: সংগৃহীত
৫ / ১৫
পাইকারি ফলের আড়তে কলা সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। সেখানে নিজের পছন্দমতো কলা কিনতে এসেছেন খুচরা বিক্রেতারা। কদমতলি, সিলেট। ছবি: সংগৃহীত
৬ / ১৫
খামার থেকে ডিম আনা হয়েছে ট্রাকে করে। পাইকারি দরে বিক্রির জন্য আড়তে ডিম নামাচ্ছেন শ্রমিক। শিবগঞ্জ, সিলেট। ছবি: সংগৃহীত
৭ / ১৫
আমন ধান খেতে উপদ্রব বেড়েছে ইঁদুরের। ধানখেত থেকে ইঁদুর তাড়াতে দুই ধারে খুঁটিতে রশির সঙ্গে টানিয়ে দেওয়া হয়েছে পলিথিন। ফুলকোর্ট , শাজাহানপুর, বগুড়া। ছবি: সংগৃহীত
৮ / ১৫
কীটপতঙ্গ খাওয়ার আশায় গাছে গাছে ছুটে বেড়াচ্ছে কাঠঠোকরা পাখি । ফুলকোর্ট, শাজাহানপুর, বগুড়া। ছবি: সংগৃহীত
৯ / ১৫
লালমাইয়ের পাহাড়ের ছরা বিখ্যাত। পাহাড় থেকে ছরা তুলে বাছাই করছেন কৃষকেরা। জামমুড়া, কুমিল্লা। ছবি: সংগৃহীত
১০ / ১৫
জমিতে বরবটি চাষ করা হয়েছে। হাজিমোড়া, কুমিল্লা। ছবি: সংগৃহীত
১১ / ১৫
বছর জুড়েই পেঁয়াজের দাম বেশ চড়া । কৃষকেরা মাঠে আগাম জাতের পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছেন। বোহাইল, শাজাহানপুর, বগুড়া। ছবি: সংগৃহীত
১২ / ১৫
পথের ধারে ফুটে আছে দাঁতরাঙ্গা ফুল। সুয়ালক ভাগ্যকুল, বান্দরবান। ছবি: সংগৃহীত
১৩ / ১৫
খেত থেকে আখ নিয়ে জড়ো করা হচ্ছে বিক্রির জন্য। সাপছড়ি বোদিপুর, রাঙামাটি। ছবি: সংগৃহীত
১৪ / ১৫
দীপাবলি উপলক্ষে শ্মশান পরিষ্কারের কাজ চলছে। মহাশ্মশান, বরিশাল নগর। ছবি: সংগৃহীত
১৫ / ১৫
শীতের আর বেশি দেরি নেই। ফুটেছে শিম ফুল। মধ্যম বিজয়পুর, কুমিল্লা। ছবি: সংগৃহীত