২ / ১০
চাতালে তেজপাতা শুকাতে দিয়েছেন শাহ আলী। গ্রামের গাছ থেকে কাঁচা তেজপাতা কিনে তা শুকিয়ে বিক্রি করেন তিনি। কাঁচা তেজপাতা ১৫ থেকে ২০ টাকা কেজি দরে কিনে শুকানোর পর ৬০ থেকে ৭০ টাকা করে বিক্রি করা হয়। টেপামধুপুর, কাউনিয়া, রংপুর। ছবি: সংগৃহীত
৩ / ১০
শীতল হতে পুকুরের পানিতে নেমেছে দুই শিশু। বল্লভবিষু, কাউনিয়া, রংপুর। ছবি: সংগৃহীত
৪ / ১০
শীতের আগমনে পদ্মার চরে আসে নানা ধরনের ছোট–বড় পাখি। শিকারের জন্য তীক্ষ্ণ দৃষ্টি রেখে উড়ছে বাজ পাখিটি। পদ্মার চর, কোমরপুর, পাবনা। ছবি: সংগৃহীত
৫ / ১০
হেমন্তের সকালে আলোয় ঝলমল করছে পদ্মার পানি। সেই নদীতে মাছশিকারি জেলেদের নৌকা। ইলিশ ডিম ছাড়ার মৌসুমে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকলেও মাছ শিকার করছেন জেলেরা। পদ্মা নদী, পাবনা। ছবি: সংগৃহীত
৬ / ১০
ফেরি করে লাউ বিক্রি করছেন এই বিক্রেতা। প্রতিটি লাউ ৫০ টাকা দরে বিক্রি করছেন তিনি। টমসমব্রিজ, কুমিল্লা। ছবি: সংগৃহীত
৭ / ১০
পানি কম থাকায় মাছ ধরার ফাঁদ নিয়ে বিলের দিকে যাচ্ছেন মৎস্যশিকারি দেলোয়ার হোসেন। ছোট ধর্মপুর, কুমিল্লা। ছবি: সংগৃহীত
৮ / ১০
বিক্রির জন্য নৌকায় করে আসে ডাব। এসব ডাব সেখান থেকে সংগ্রহ করে বাজারে নেওয়া হয়। প্রতিটি ডাব ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়। কুতুছড়ি মহাপুরম উচ্চবিদ্যালয় ঘাট, রাঙামাটি। ছবি: সংগৃহীত
৯ / ১০
মৌসুমি প্যাশন ফুল। ফুলটি যেমন নজরকাড়া সুন্দর তেমনি ফলটিও দেখতে সুন্দর ও সুস্বাদু। রাঙাদ্বীপ রিসোর্ট, কাটা ছড়ি, রাঙামাটি। ছবি: সংগৃহীত
১০ / ১০
হেমন্তের সকালে কাপ্তাই হ্রদের নীল জলরাশিতে মেঘের প্রতিচ্ছবি। আসামবস্তি সেতু, রাঙামাটি। ছবি: সংগৃহীত